আগন্তুক (২০২৪-এর চলচ্চিত্র)

সুমন ধর পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র

আগন্তুক (সরলার্থ: অথিতি, হঠাৎ উপস্থিত ব্যক্তি) হলো ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার সাথে পরিচালনা করেছেন সুমন ধর। গল্প ও চিত্রনাট্য রচনায় সাহায্য করেছেন আনিসুর রহমান। অভি কথাচিত্রের ব্যানারে প্রযোজনা ও পরিবেশনা করেছেন জাহিদ হাসান অভি।[১] পূজা চেরিশ্যামল মাওলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যা ২০২৪ সালের ১৭ই জুন মুক্তি পাবে।[২]

আগন্তুক
প্রচারণা পোস্টার
পরিচালকসুমন ধর
প্রযোজকজাহিদ হাসান অভি
চিত্রনাট্যকারসুমন ধর
আনিসুর রহমান মিশু
কাহিনিকারসুমন ধর
আনিসুর রহমান মিশু
শ্রেষ্ঠাংশেপূজা চেরি
শ্যামল মাওলা
সুরকার
  • আধায়ঁ ধারা
  • জয় শাহরিয়ার
  • কিশোর দাশ
  • চয়ন
চিত্রগ্রাহক
  • ফরহাদ হোসেন
  • সানি খান
  • এমাদ ইমরান
সম্পাদক
  • রাইসুল ইসলাম অনিক
  • সুবুজ খান
প্রযোজনা
কোম্পানি
অভি কথাচিত্র
পরিবেশকঅভি কথাচিত্র
মুক্তি
  • ১৭ জুন ২০২৪ (2024-06-17)
স্থিতিকাল১২৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়শিল্পী

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

২০২২ সালে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়, পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এর মুক্তি বিলম্বিত হয়।[৩][৪]

মুক্তি

সম্পাদনা

এটি ২০২৪ সালের ১৭ই জুন ইদ উপলক্ষে তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ডরিভেঞ্জ চলচ্চিত্রের সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে।[৫][৬]

২০২৪ সালের ১০ জুন সিনেমাটি কর্তন বিহীন ছাড়পত্র পায়।[৭] ১১ই জুন ট্রেলার প্রকাশ করা হয়।[৮]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঈদে সিনেমা হলে আসছে 'আগন্তুক'"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৬-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 
  2. "মুক্তির তালিকায় পূজা চেরীর 'আগন্তুক'"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 
  3. "ঈদে মুক্তির তালিকায় পূজা চেরীর 'আগন্তুক'"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪ 
  4. অনলাইন, চ্যানেল আই (২০২৪-০৬-১১)। "ঈদে আসছে পূজা চেরীর সিনেমা 'আগন্তুক'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 
  5. bvnews24.com। "ঈদে মুক্তির তালিকায় যুক্ত হলো পূজা চেরির 'আগন্তুক'"BVNEWS24 || বিভিনিউজ২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 
  6. "ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির 'আগন্তুক'"যুগান্তর। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪ 
  7. "ঈদে শাকিবের সিনেমার পাশাপাশি মুক্তি পাচ্ছে পূজার 'আগন্তুক'"সময় নিউজ। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪ 
  8. Tiger Media (২০২৪-০৬-১১)। "Aguntok | আগন্তুক | Trailer | Puja Cherry | Shamol Mawla | Sumon Dhar | EID UL ADHA 2024" 

বহিঃসংযোগ

সম্পাদনা