ফখরুল বাশার মাসুম

বাংলাদেশী অভিনেতা
(মাসুম বাশার থেকে পুনর্নির্দেশিত)

ফখরুল বাশার মাসুম একজন বাংলাদেশী টিভি ও চলচ্চিত্র অভিনেতা। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ফখরুল বাশার মাসুম টিভি নাটকে বাবার ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন।[৪][৫]

মাসুম বাশার
জন্ম
ফখরুল বাশার মাসুম

ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতা, মডেল
কর্মজীবন১৯৭৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীমিলি বাশার (বি. ১৯৮২)[১][২]
সন্তাননাবিলা বাশার
নাজিবা বাশার [৩]

পরিচিতি

সম্পাদনা

ঢাকা থিয়েটারের প্রবীণ সদস্য ফখরুল বাশার মাসুম। তিনি দেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকা থিয়েটারে যুক্ত হন (১৯৭৪)। এর পর দীর্ঘ সময় সৌদি আরবে থাকার পর দেশে ফিরে নাটকে কাজ শুরু করেন (২০১২)।[৬][৭]

কর্মজীবন

সম্পাদনা

তিনি সৌদি আরবে টেলিযোগাযোগ কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার পদে কাজ করেছেন ।[৮]

উল্লেখযোগ্য কাজ

সম্পাদনা
  • মুনতাসীর ফ্যান্টাসি (মঞ্চ নাটক)
  • ছোট কাকু (নাটক)
  • আউয়ার কান্ট্রিস গুড (নাটক)
  • বাবা আসবেন (নাটক)
  • আগুন আল্পনা (নাটক)
  • প্রিয় দিন প্রিয় রাত (নাটক)
  • শহর আলী (নাটক)
  • মধ্যনায়ক (নাটক)
  • পরিবার (নাটক)
  • নাটাই ঘুড়ি (নাটক)
  • আহাম্মক (নাটক)
  • যাও পাখি বলো তারে (চলচ্চিত্র)
  • লিডার, আমিই বাংলাদেশ (চলচ্চিত্র)
  • মাসুদ রানা (চলচ্চিত্র)
  • যদি একদিন (চলচ্চিত্র)
  • কালবেলা (চলচ্চিত্র)
  • রূপসা নদীর বাঁকে (চলচ্চিত্র)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মা-বাবার চরিত্রে কেমন আছে বাশার দম্পতি"News Bangla24। ২৯ মে ২০২১। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০১ 
  2. "সৌদি আরবে কর্মরত বাংলাদেশীদের সমস্যার কথা তুলে ধরলেন ফকরুল বাশার মাসুম"voabangla.com। ৩ জানুয়ারী ২০১২। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০১ 
  3. "ছোট পর্দার দর্শকপ্রিয় বাবা-মা"প্রতিদিনের সংবাদ। ১৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০১ 
  4. "মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক 'বাবা আসবেন'"সারাবাংলা। ৫ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০১ 
  5. "থিয়েটার আমার কাছে প্রথম প্রাধান্য - ফখরুল বাশার মাসুম"মানবজমিন। ২২ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০২৩-১১-৩০ 
  6. "অভিনয়ে 'বাশার' পরিবার"কালের কণ্ঠ। ১৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২০২৩-১১-৩০ 
  7. "আমাদের দুজনকে এক করেছে সুবর্ণা"একুশে টিভি। ১৮ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০১ 
  8. "মাসুম-মিলির একসাথে পথচলার চার দশক"নয়া দিগন্ত। ২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা