জোয়ার ভাঁটা (২০২১-এর চলচিত্র)
বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
জোয়ার ভাঁটা হলে সুমন আনোয়ার এর রচনা ও পরিচালায় ২০২১ সালে বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি ২৬ ই আগস্ট ২০২১ সালে চরকিতে মুক্তি পায়।[১] অভিনয়ে করেছেন শ্যামল মাওলা ও ফারহানা হামিদ [২]
জোয়ার ভাঁটা | |
---|---|
পরিচালক | সুমন আনোয়ার |
রচয়িতা | সুমন আনোয়ার |
উৎস | লেখক কর্তৃক মূল কাজের শিরোনাম |
শ্রেষ্ঠাংশে | শ্যামল মাওলা,ফারহানা হামিদ |
সম্পাদক | সীমিত রায় অন্তর |
পরিবেশক | চরকি |
মুক্তি | ২৬ আগস্ট ২০২১ চরকিতে |
স্থিতিকাল | ২০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- শ্যামল মাওলা
- ফারহানা হামিদ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিনোদন। "চরকিতে আজ মুক্তি পাচ্ছে 'জোয়ার ভাটা'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ টেলিভিশন, Ekushey TV | একুশে। "শ্যামল মাওলার 'জোয়ার ভাটা' মুক্তি পাচ্ছে আজ"। Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০।