সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড একজন বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র পরিচালক। বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় জন্ম। একজন মননশীল চলচ্চিত্রকার। তিনি নাট্য নির্দেশনার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র নির্মাণ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নাচোলের রানী (২০০৬)। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র হল গঙ্গাযাত্রা (২০০৯), অন্তর্ধান (২০১৩), ও বাষ্পস্নান (২০১৬)। গঙ্গাযাত্রা চলচ্চিত্র পরিচালনায় অবদানস্বরূপ তিনি ২০১১ সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[]

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
জন্ম
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
জাতীয়তাবাংলাদেশী
পেশানাট্য ও চলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৯৭–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
গঙ্গাযাত্রা (২০০৯)
অন্তর্ধান (২০১৩)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

কর্মজীবন

সম্পাদনা

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড নাট্য পরিচালনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালনা করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নাচোলের রানী (২০০৬)। ১৯৫০ সালের নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহের পটভুমিতে চলচ্চিত্রটি নির্মিত হয়। ২০০৯ সালে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র গঙ্গাযাত্রা। এতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ, পপি, শিমলা, সৈয়দা ওয়াহিদা সাবরিনা। ২০১০ সালে তিনি নাচোলের রানীগঙ্গাযাত্রা চলচ্চিত্র পরিচালনার জন্য কলকাতার 'অতন্দ্র সাংস্কৃতিক সংসদ' কর্তৃক প্রদত্ত অতন্দ্র পদক লাভ করেন।[] গঙ্গাযাত্রা চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে তিনি ২০১১ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার অর্জন করেন।[] এছাড়া চলচ্চিত্রটি ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কার-এ আটটি বিভাগে পুরস্কার লাভ করে।[] ২০১৩ সালে জলবায়ু পরিবর্তনের ফলে পদ্মাপাড়ের জেলেদের জীবন-জীবিকার বিপর্যয়ের গল্প নিয়ে নির্মাণ করেন অন্তর্ধান[] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, নিপুণ, সৈয়দা ওয়াহিদা সাবরীনা[] চলচ্চিত্রটি একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। ২০১৬ সালে তিনি নির্মাণ করছেন বাষ্পস্নান। এতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সমদর্শী দত্ত ও বাংলাদেশী অভিনেত্রী আইরিন সুলতানা[][]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র পরিচালক কাহিনীকার চিত্রনাট্যকার সংলাপ ভাষা টীকা
২০০৬ নাচোলের রানী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা
২০০৯ গঙ্গাযাত্রা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনীকার[]
২০১৩ অন্তর্ধান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা
২০১৬ বাষ্পস্নান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা
২০২২ রোহিঙ্গা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা [১০]
ঘোষিত হবে কোভিড-১৯ ইন বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা

পুরস্কার

সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১১ শ্রেষ্ঠ পরিচালক গঙ্গাযাত্রা (২০০৯) বিজয়ী
শ্রেষ্ঠ কাহিনীকার বিজয়ী

অতন্দ্র পদক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান"বাংলানিউজ। ঢাকা, বাংলাদেশ। জুলাই ২৩, ২০১১। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "'অতন্দ্রপদক' পেলেন ডায়মন্ড"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২২ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ ঘোষণা"দৈনিক সংগ্রাম। ঢাকা, বাংলাদেশ। ২২ জুলাই ২০১১। ১৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  4. স্টাফ রিপোর্টার (২৯ ডিসেম্বর ২০১৪)। "জমকালো আয়োজনে বাচসাস পুরস্কার প্রদান"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  5. হোসাইন আব্দুল হাই (৭ এপ্রিল ২০১২)। "মুক্তির পথে পরিবেশ নিয়ে ছবি 'অন্তর্ধান'"ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  6. হোসাইন আব্দুল হাই (১৫ জুলাই ২০১২)। "আমার পছন্দের একটি ছবি 'অন্তর্ধান' - নিপুণ"ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  7. তানজিল আহমেদ জনি (৩ এপ্রিল ২০১৬)। "ঢাকাই সিনেমায় আরেক টালি তারকা"বিডিনিউজ। ৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  8. স্টাফ রিপোর্টার (৪ আগস্ট ২০১৬)। "ডায়মন্ডের 'বাষ্পস্নান' ছবিতে আইরিন"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  9. "আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২৩ জুলাই ২০১১। ২৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  10. "দেশের ১১ সিনেমা হলে মুক্তি পেয়েছে 'রোহিঙ্গা'"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৭ 
  11. "অহিদুজ্জামান ডায়মন্ড পেলেন কলকাতার অতন্দ্র পদক"বাংলানিউজ। ঢাকা, বাংলাদেশ। ২০ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা