শাবনাজ
শাবনাজ (জন্ম সাবরীনা তানিয়া) একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯১ সালে ‘চাঁদনী’ নামক চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[১][২][৩] নির্মম (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৪]
শাবনাজ | |
---|---|
জন্ম | সাবরীনা তানিয়া ১৯৭৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯১-৯৬ |
দাম্পত্য সঙ্গী | নাঈম (বি. ১৯৯৪) |
সন্তান | ২ |
আত্মীয় | তাহমিনা সুলতানা মৌ (বোন) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
স্বাক্ষর | |
![]() |
কর্মজীবন
সম্পাদনা১৯৯১ সালে এহতেশাম পরিচালিত চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এই চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন নাঈম। চাঁদনী চলচ্চিত্রটি সুপারহিট হওয়ার ফলে শাবনাজ-নাঈম জুটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করে।[৫][৬] চলচ্চিত্র জগতে কয়েক বছরের ক্যারিয়ারে শাবনাজ-নাঈম জুটি একসঙ্গে প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, সাক্ষাৎ, এবং ঘরে ঘরে যুদ্ধ।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৯১ | চাঁদনী | এহতেশাম | ||
১৯৯২ | দিল | আজিজুর রহমান | ||
আজকের হাঙ্গামা | মোহাম্মদ হোসেন | |||
সোনিয়া | মুস্তাফিজ | |||
চোখে চোখে | এহতেশাম | |||
অঞ্জলি | দারাশিকো | |||
১৯৯৩ | লাভ | সোহানুর রহমান সোহান | ||
সাক্ষাত | সাইফুল আজম কাশেম | |||
জিদ | আজিজুর রহমান | |||
অনুতপ্ত | শিবলি সাদিক | |||
টাকার অহংকার | হাফিজ উদ্দিন | |||
১৯৯৪ | বিষের বাঁশি | শফিউল আজম | ||
আগুন জ্বলে | মতিন রহমান | |||
১৯৯৫ | ফুল আর কাঁটা | লাবনী | আফতাব খান টুলু | |
রাগ অনুরাগ | দেলোয়ার জাহান ঝন্টু | |||
আঞ্জুমান | আঞ্জুমান | হাফিজ উদ্দিন | ||
আশা ভালোবাসা | ডানা | তমিজ উদ্দিন রিজভী | ||
১৯৯৬ | তপস্যা | গাজী মাজহারুল আনোয়ার | ||
প্রেমের সমাধি | রুখসানা বেগম হেনা | ইফতেখার জাহান | ||
জনতার শত্রু | বশিরুল হক | |||
জনম জনম | আউয়াল চৌধুরী | |||
গরিবের ওস্তাদ | জিল্লুর রহমান | |||
বদসুরত | শিবলি সাদিক | |||
নির্মম | রানী | আলমগীর | শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৪] | |
মায়ের অধিকার | শিবলি সাদিক | |||
১৯৯৭ | চিরশত্রু | ডায়না | রায়হান মুজিব | |
আশার প্রদীপ | জীবন রহমান | |||
দেশদ্রোহী | কাজী হায়াৎ | |||
১৯৯৮ | প্রতিশ্রুতি | নূর মোহাম্মদ মণি | ||
১৯৯৯ | একটি সংসারের গল্প | মনোয়ার খোকন | ||
২০০১ | ঘরে ঘরে যুদ্ধ | আজিজুর রহমান | ||
২০০৭ | ডাক্তার বাড়ী | আজিজুর রহমান | ||
২০১১ | কে আপন কে পর | শাহীন-সুমন | অতিথি চরিত্রে |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাচিত্রনায়িকা শাবনাজ দর্শকদের কাছে ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা নাট্যশিল্পী স ম হুমায়ূন।
১৯৯৪ সালের ৫ অক্টোবর শাবনাজ অভিনেতা নাঈমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুইটি মেয়ে রয়েছে।[৫][৭]
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Afsar Ahmed (মে ৬, ২০০৫)। "Tit Bits - The celebrity name game"। দ্য ডেইলি স্টার। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০১৬।
- ↑ Karim Waheed (ফেব্রুয়ারি ৪, ২০০৬)। "The red and green silver screen"। দ্য ডেইলি স্টার। সেপ্টেম্বর ১১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০১৬।
- ↑ রহমান, মোমিন; হোসেন, নবীন (১৯৯৮)। "বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি"। অন্যদিন, ঈদ সংখ্যা। মাজহারুল ইসলাম। ২ (২৫): ৩৫৪।
- ↑ ক খ চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আগস্ট ১৪, ২০১২। ডিসেম্বর ২৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০১৫।
- ↑ ক খ https://www.facebook.com/rtvonline। "ভালোবাসার তিন দশক পার নাঈম-শাবনাজের"। RTV Online। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৯।
- ↑ "নাঈম-শাবনাজ জুটির দাম্পত্য জীবনের সফল ২৩ বছরের গল্প"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০।
- ↑ "নাঈম-শাবনাজের সংসার জীবনের ২৩ বছর"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬-১৯৯৮) - বাংলা মুভি ডেটাবেজ"। ২০১৬-১২-০৭। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাবনাজ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শাবনাজ