পলি (অভিনেত্রী)

বাংলাদেশী অভিনেত্রী

রিয়ানা রহমান পলি, যিনি পলি নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১] ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই তালিকায় রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেকে। তিনি বর্তমানে ঢাকার গুলশানে বসবাস করছেন।[২]

পলি
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামরিয়ানা রহমান পলি
নাগরিকত্ববাংলাদেশ
পেশাঅভিনয়

ব্যক্তিজীবন সম্পাদনা

পলি যমজ সন্তানসহ মোট ৪ সন্তানের জননী।[১] তিনি বর্তমানে একটি বুটিক হাউস পেশার সাথে জড়িত আছেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে, চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা মান্না[৪] পলি অভিনীত শেষ চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক নম্বর আসামী[৪][৫]

চলচ্চিত্র সম্পাদনা

২০০১---(৪টি)
১। লাল চোখ(মেহেদী) - এনায়েত করিম - ০৪.০৫.২০০১
২। মৃত্যু ঘন্টা(আলেক)- এনায়েত করিম - ১৩.০৭.২০০১
৩। বাংলার সৈনিক(মেহেদী) - শরীফ উদ্দিন খান দিপু - ১৯.১০.২০০১
৪। ডাকু রানী(মেহেদী)- এম এ রহিম - ১৭.১২.২০০১ - ঈদুল ফিতর

২০০২---(৯টি) ৫-১। যুদ্ধে যাবো(আলেকজান্ডার বো)- এনায়েত করিম - ০৪.০১.২০০২ ৬-২। নারীরাও প্রতিবাদী(প্রিন্স) - এম এ রহিম - ০১.০২.২০০২ ৭-৩। ফায়ার(মান্না)- মোহাম্মদ হোসেন - ০৩.০৫.২০০২ ৮-৪। ক্ষত বিক্ষত(মেহেদী)- মনোয়ার খোকন - ৩১.০৫.২০০২ ৯-৫। ওস্তাদের ওস্তাদ(মেহেদী)- ওস্টাদ জাহাংগীর আলম - ১২.০৭.২০০২ ১০-৬। লোহার শিকল(মেহেদী)- এনায়েত করিম - ২৬.০৭.২০০২ ১১-৭। ঠেকাও সন্ত্রাস(আলেক/মেহেদী) - আহমেদ ইলিয়াস - ১৩.০৯.২০০২ ১২-৮। মরন নিশান(মেহেদী) - এনায়েত করিম - ১১.১০.২০০২ ১৩-৯। কুলির সর্দার(অমিত) - এম এ রহিম - ০৬.১২.২০০২ - ঈদুল ফিতর

২০০৩---(৫টি) ১৪-১। আজকের তাজা খবর(অমিত)- এম এ রহিম - ১৬.০৫.২০০৩ ১৫-২। ধর মাস্তান(আলেক) - স্বপন চৌধুরী - ২৩.০৫.২০০৩ ১৬-৩। মানিক বাদশা(অমিত হাসান) - এম এ আওয়াল - ১৩.০৬.২০০৩ ১৭-৪। অস্ত্রধারী(অমিত)- এম এ রহিম - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ১৮-৫।ডেয়ারিং(আলেক/অমিত)- রাজু চৌধুরী - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর

২০০৪---(১২টি) ১৯-১। কঠিন পুরুষ(অমিত) - শাহাদাৎ হোসেন লিটন - ০৫.০৩.২০০৪ ২০-২। ভাড়াটে খুনী(অমিত) - শাহাদাৎ হোসেন লিটন - ১৯.০৩.২০০৪ ২১-৩। এ্যাটাক(আমিন খান) - রাজু চৌধুরী - ২১.০৫.২০০৪ ২২-৪। গজব(আলেক) - শেখ নজরুল ইসলাম - ২৮.০৫.২০০৪ ২৩-৫। রঙিন চশমা(আলেক) - এ আর রহমান - ১৬.০৭.২০০৪ ২৪-৬। সাবধান সন্ত্রাসী(অমিত) - এম এ রহিম - ২০.০৮.২০০৪ ২৫-৭। আজকের আক্রমণ(অমিত)- এম এ রহিম - ১০.০৯.২০০৪ ২৬-৮। টাফ অপারেশন(অমিত) - শাহেদ চৌধুরী - ১০.০৯.২০০৪ ২৭-৯। ঢাকার রানী(অমিত হাসান/রানা হামিদ) - সুজাউর রহমান সুজা - ০১.১০.২০০৪ ২৮-১০। সৈরাচার(আলেক) - শেখ ডেভিড - ০১.১০.২০০৪ ২৯-১১। জাত শত্রু(শাকিব খান) - মোস্তাফিজুর রহমান বাবু - ১৫.১১.২০০৪ - ঈদুল ফিতর ৩০-১২। কালা মানুষ(জাহাঙ্গীর আলম)- ওস্তাদ জাহাঙ্গীর আলম - ০৩.১২.২০০৪

২০০৫----(২৪টি) ৩১-১। ব্যারিকেড(রুবেল/অমিত হাসান) - আর এন খান - ০৭.০১.২০০৫ ৩২-২। চেনা জানা শত্রু(আলেক) - শামসুদ্দিন টগর - ০৭.০১.২০০৫ ৩৩-৩। জঙ্গল(অমিত হাসান)- এম এ রহিম - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ৩৪-৪। দূর্ধর্ষ(আলেক)- এম বি মানিক - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ৩৫-৫। নিষিদ্ধ আখড়া(আমিন খান) - শাহাদাৎ হোসেন লিটন - ১৮.০২.২০০৫ ৩৬-৬। কাউণ্টার এটাক(রুবেল/অমিত হাসান) - সামসুল আলম - ০৪.০৩.২০০৫ ৩৭-৭। অশান্ত বাদশা(রুবেল )- গাজী মাহবুব - ১১.০৩.২০০৫ ৩৮-৮। নাইট ক্লাব(মেহেদী) - এম এম সরকার - ১৮.০৩.২০০৫ ৩৯-৯। জাল(অমিত হাসান) - এম এ রহিম - ১৫.০৪.২০০৫ ৪০-১০। অবৈধ অস্ত্র(রুবেল) - রাজু চৌধুরী - ১৫.০৪.২০০৫ ৪১-১১। রাস্তা(আমিন খান) - এম এ রহিম - ২৯.০৪.২০০৫ ৪২-১২। এলাকার বাদশা(রুবেল) - এস এম বাবুল - ২০.০৫.২০০৫ ৪৩-১৩। টপ লিডার(আলেক)- শাহাদাত হোসেন লিটন - ২০.০৫.২০০৫ ৪৪-১৪। বাংলার বাঘ(রুবেল) - আহমেদ নাসের - ০৩.০৬.২০০৫ ৪৫-১৫। বাবার খুনী(আলেক)- রাজু চৌধুরী - ০৩.০৬.২০০৫ ৪৬-১৬। অর্ডার(অমিত হাসান) - রাজু চৌধুরী - ১০.০৬.২০০৫ ৪৭-১৭। একশন লেডি(আমিন খান) - মনতাজুর রহমান আকবর - ১২.০৮.২০০৫ ৪৮-১৮। সন্ত্রাসী গ্রেফতার(অমিত)- রাজু চৌধুরী - ১৯.০৮.২০০৫ ৪৯-১৯। ড্যাম কেয়ার(অমিত)- সামসুল ইসলাম - ১৬.০৯.২০০৫ ৫০-২০। লালু কসাই(অমিত হাসান) - শাহাদাত হোসেন লিটন - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর ৫১-২১। ঠ্যাকবাজ(আলেক) - শাহিন সুমন - ০২.১২.২০০৫ ৫২-২২। নিরাপত্তা চাই(আলেক) - রাজু চৌধুরী - ০৯.১২.২০০৫ ৫৩-২৩। লাগাও বাজী(অমিত) - স্বপন চৌধুরী - ২৩.১২.২০০৫ ৫৪-২৪। হাঙ্গামা(জাহাঙ্গীর আলম)- জি এ সরকার - ৩০.১২.২০০৫

সমালোচনা সম্পাদনা

পলি বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিতর্কিত অভিনেত্রী। তার প্রথম চলচ্চিত্র ফায়ার এ অভিনয়ের মধ্য দিয়েই বিতর্কের সূচনা হয়, যেখানে তিনি নগ্ন হয়ে নেচেছিলেন, যদিও তা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি। এরপর একের পর এক চলচ্চিত্রে নগ্ন-অর্ধনগ্ন অভিনয় করতে থাকেন তিনি।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অশ্লীল যৌনাবেদনময়ী নায়িকা মুনমুন, ময়ূরী এবং পলি এখন কোথায়? - Bdkhobor24.com" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৬ 
  2. "অশ্লীল নয়, কমার্শিয়াল কাজ করেছি : পলি - Ekushey24.com"Ekushey24.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-০১। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "বহুদিন পর দেখা দিলেন চিত্রনায়িকা পলি"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৬ 
  4. web@somoynews.tv। "সময়ের প্রয়োজনে অশ্লীল সিনেমা করেছি: পলি"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-০২ 
  5. "আলোচিত নায়িকা পলি আবারও ফিরতে চান"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা

বাংলা মুভি ডেটাবেজে পলি