শাহজাহান চৌধুরী (চলচ্চিত্র পরিচালক)

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

শাহজাহান চৌধুরী (ইংরেজি: Shahjahan Chowdhury), তিনি বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। তিনি ১৯৬৩ সাল থেকে মাত্র ১৭ বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এছাড়াও তিনি চলচ্চিত্র ও নাটকের সংলাপ রচনা, নাটক নির্মাণ, গীত রচনা ও লেখালেখির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি বেশ কয়েকটি দর্শকনন্দিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি ১৯৬৩ সাল থেকে চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছেন, তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে পরিচালক কায়সার পাশা-এর সহকারী হিসেবে তার প্রথম কাজ উর্দু চলচ্চিত্রে নাম মালান (১৯৬৩)। তিনি ১৯৭৩ সালে কবি আবুল হাসান-এর গল্প অবলম্বনে পিঞ্জর ছবিটি পরিচালনা করেন, এটি মুক্তি পায় ১৯৭৬ সালে।

শাহজাহান চৌধুরী
জন্ম
শাহজাহান চৌধুরী

(1946-07-03) ৩ জুলাই ১৯৪৬ (বয়স ৭৭)
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৭৪ – বর্তমান

তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র রাবেয়া খাতুন-এর জনপ্রিয় (উপন্যাস) 'মধুমতি' অবলম্বনে একই শিরোনামে নির্মিত মধুমতি মুক্তি পায় ২০১১-এর পহেলা বৈশাখে।[১] এবং নির্মানাধীন রয়েছে সরকারী অনুদানের চলচ্চিত্র আত্মদান[২]

জীবনী সম্পাদনা

কর্ম জীবন সম্পাদনা

পরিচালিত চলচ্চিত্রসমূহ সম্পাদনা

সহকারী পরিচালক

পরিচালক

পরিচালিত নাটকসমূহ সম্পাদনা

  1. প্রতিপক্ষ
  2. দীঘল গাঁয়ের কন্যা
  3. ভালোবাসার মুকুর
  4. শেষ বিকেলের মায়া
  5. রুমালী অন এয়ার (টেলিফিল্ম)
  6. অন্তহীন ভালোবাসা (টেলিফিল্ম)
  7. নীল আকাশের নীল তারা

সম্মাননা সম্পাদনা

আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশগ্রহণ সম্পাদনা

আন্তর্জাতিক সম্মাননা সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা