শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
(বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা বাংলাদেশের পোশাক ও সাজসজ্জার জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ২০০৮ সাল থেকে দেওয়া হয়। প্রথম পুরস্কার বিজয়ী ছিলেন মোহাম্মাদ শামসুল ইসলাম। এই বিভাগে কেউ ২ বার পুরস্কার পাননি। ৮ বার পুরস্কারের মধ্যে ৫ বার মহিলারা এই পুরস্কার লাভ করেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা National Film Award for Best Costume Design | |
---|---|
বিবরণ | বাংলাদেশের পোশাক ও সাজসজ্জার জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ২০০৮ সাল থেকে দেওয়া হয়। |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ২০০৮ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৫ |
বর্তমানে আধৃত | মুসকান সুমাইকা পদ্ম পাতার জল |
ওয়েবসাইট | moi |
বিজয়ীদের তালিকা
সম্পাদনাবছর | বিজয়ীর নাম | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০৮ | মোহাম্মাদ শামসুল ইসলাম | মেঘের কোলে রোদ | |
২০০৯ | দিলিপ সিং | গঙ্গাযাত্রা | |
২০১০ | বিবি রাসেল | মনের মানুষ | |
২০১১ | শিমুল ইউসুফ | গেরিলা | |
২০১২ | এস.এম. মইনুদ্দীন | ঘেটু পুত্র কমলা | |
২০১৩ | ওয়াহিদা মল্লিক জলি | মৃত্তিকা মায়া | |
২০১৪ | কনক চাঁপা চাকমা | জোনাকির আলো | [১] |
২০১৫ | মুসকান সুমাইকার | পদ্ম পাতার জল | [২] |
২০১৬ | সাত্তার ফারজানা শান |
নিয়তি আয়নাবাজি |
[৩] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ The Daily Star : Bangladesh National Film Awards 2014 announced
- ↑ Dhaka Tribune : Bangladesh National Film Awards 2015 announced
- ↑ "National Film Award winners announced"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-০৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৫।