রিয়াজুল রিজু
রিয়াজুল রিজু একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র বাপজানের বায়স্কোপ (২০১৫)। ছবিটির জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার লাভ করেন।[১]
রিয়াজুল রিজু | |
---|---|
জন্ম | রিয়াজুল মাওলা রিজু |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক |
উল্লেখযোগ্য কর্ম | বাপজানের বায়স্কোপ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
কর্মজীবন
সম্পাদনাচলচ্চিত্র নির্মাণের পূর্বে রিজু একটি চ্যানেলের অনুষ্ঠান প্রযোজক ছিলেন। সেই চ্যানেলে তিনি চারপাশ নামক একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানের প্রযোজনা করেন। এই অনুষ্ঠানের বায়স্কোপওয়ালা নিয়ে একটি পর্ব ছিল। এই থেকে তিনি বায়স্কোপ নিয়ে একটি চিত্রনাট্য তৈরি করেন। চিত্রনাট্যটি টেলিভিশন চলচ্চিত্রের জন্য তৈরি করা হলেও পরে তিনি গল্পটিকে চলচ্চিত্রে রূপ দেন। এই চিত্রনাট্য নিয়ে তিনি নির্মাণ করে তার প্রথম চলচ্চিত্র বাপজানের বায়স্কোপ (২০১৫)।[২] তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান 'কারুকাজ'-এর ব্যানারে ছবিটি নির্মিত হয়। মুক্তির কয়েকদিন পর ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হলে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।[৩] তবে এটি রাষ্ট্রীয় ভাবে সম্মানিত হয়। ছবিটির জন্য রিজু ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, এবং মাসুম রেজার সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন। এছাড়া ছবিটি আরও পাঁচটি বিভাগে পুরস্কার লাভ করে।[৪]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাঅভিনেতা
সম্পাদনাপরিচালক
সম্পাদনা- বাপজানের বায়স্কোপ (২০১৫)
- সিজন্স (২০১৬)
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র - বাপজানের বায়স্কোপ
- বিজয়ী শ্রেষ্ঠ পরিচালক - বাপজানের বায়স্কোপ
- বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - বাপজানের বায়স্কোপ (মাসুম রেজার সাথে যৌথভাবে)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'বাপজানের বায়োস্কোপ' দিয়ে বাজিমাত"। দৈনিক প্রথম আলো। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
- ↑ অর্ণ, রেজওয়ান সিদ্দিকী (২৩ মে ২০১৭)। "চলচ্চিত্র পরিচালক সুপারম্যান না : রিয়াজুল রিজু"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এরপর একটি হিট ফিল্ম বানাতে চাই: রিজু"। দৈনিক ইত্তেফাক। ১৯ মে ২০১৭। ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
- ↑ "এতো পুরস্কার পেয়ে বাকরুদ্ধ রিয়াজুল রিজু"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
- ↑ শরীফ নাসরুল্লাহ, বিনোদন প্রতিবেদক (২০২১-১১-০৯)। "ভয়ে আমার ভেতরে শুকিয়ে আসছিল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আরটিভি নিউজ, বিনোদন ডেস্ক (২০২১-১১-১৯)। "রিজু এবার নায়ক, নায়িকা এলিনা শাম্মী"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিয়াজুল রিজু (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে রিয়াজুল রিজু