বাংলাভিশন
বাংলাদেশের টেলিভিশন চ্যানেল
বাংলাভিশন একটি উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী টেলিভিশন চ্যানেল। দৃষ্টি জুড়ে দেশ এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে। চ্যানেলটির চেয়ারম্যান আব্দুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ।[১]
বাংলাভিশন | |
---|---|
মালিকানা | শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই, এসডিটিভি) |
স্লোগান | দৃষ্টি জুড়ে দেশ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | নূর টাওয়ার, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা, বাংলাদেশ |
পূর্বতন নাম | জী টিভি বাংলাদেশ |
ওয়েবসাইট | www |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
আকাশ ডিটিএইচ | চ্যানেল ১২২ |
টেলিস্টার ১০ | ৪০৫০ MHz |
ডিশ নেটওয়ার্ক (যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৭৭৫ |
স্ট্রিমিং মিডিয়া | |
https://bvnews24.com/live/ |
অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- আমাদের রান্নাঘর
- সৌন্দর্য কথা
- মনের কথা
- আমার আমি
নাটকসমূহ
সম্পাদনা- এলেবেলে
- বাতিঘর
- অ-এর গল্পঃ অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক ধারাবাহিক নাটক ‘অ-এর গল্প’। রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ০৫মিনিটে।
- তুমি
- টেন মিলিয়ন ডলার
এছাড়াও এই চ্যানেলটিতে প্রচারিত বিভিন্ন নাটকগুলোর মধ্যে অন্যতম হল : গুলশান এভিনিউ, রেড সিগন্যাল, আরমান ভাই, সিকান্দার বক্স ইত্যাদি
টকশোসমূহ
সম্পাদনা- ফ্রন্টলাইন
- নিউজ এন্ড ভিউজ
- বিজনেজ ভিশন
- প্রবাসী মুখ