গৌরনদী থানা
বরিশাল জেলার একটি থানা
গৌরনদী থানা বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি থানা।
গৌরনদী | |
---|---|
থানা | |
গৌরনদী থানা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
উপজেলা | গৌরনদী উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনাবরিশাল তখনও জেলা নয়, চন্দ্রদ্বীপ নামে পূর্ব বঙ্গীয় রাজধানী ছিল, সেখান থেকে বাখরগঞ্জ বা বাকেরগঞ্জ জেলায় রুপান্তরিত হয়। পাক ভারত সময়েই গৌরনদী মহকুমা। ১৭৭৪ সালে গৌরনদীকে থানা করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রশাসনিক এলাকাসমূহ
সম্পাদনাগৌরনদী উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম গৌরনদী থানার অধীন।