নাট্যকেন্দ্র
নাট্যকেন্দ্র বাংলাদেশের ঢাকায় প্রতিষ্ঠিত একটি প্রথম সারির বাংলা মঞ্চনাট্যদল। ১৯৯০ সালে মঞ্চ অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এর নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হয়। ১১ই অক্টোবর, ১৯৯০ সালে ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে দলটির উদ্বোধন হয়। দিনটিকে স্মরণীয় করতে এ দিন একটি রঙিন প্রকাশনা প্রকাশ করে নাট্যকেন্দ্র। প্রথম মঞ্চ নাটক ছিল বিচ্ছু [১]
নাটকের তালিকা
সম্পাদনা- বিচ্ছু | মূলরচনা- মলিয়ের, 'দ্যাট স্কাউড্রেল স্ক্যাপিঁ' অবলম্বনে, রূপান্তর ও নির্দেশনা- তারিক আনাম খান [২] | ১৯৯১
- তুঘলক | মূলরচনা- গিরিশ কারনাড, অনুবাদ- চিত্তরঞ্জন ঘোষ ও স্বপন মজুমদার, নির্দেশনা- তারিক আনাম খান |
- সুখ | রচনা- আবদেল মোনেম সেলিম, রূপান্তর ও নির্দেশনা- তারিক আনাম খান |
- জেরা | রচনা- ফরিদ কামিল, রূপান্তর ও নির্দেশনা- তারিক আনাম খান |
- হয়বদন | রচনা- গিরিশ কারনাড, অনুবাদ- শঙ্খ ঘোষ, নির্দেশনা- তৌকির আহমেদ |
- ক্রুসিবল | মূলরচনা- আর্থার মিলার, অনুবাদ- তাহমিনা আহমেদ, নির্দেশনা- তারিক আনাম খান |
- আরজ চরিতামৃত | রচনা- মাসুম রেজা, নির্দেশনা- তারিক আনাম খান[৩] |
- প্রতিসরণ | রচনা ও নির্দেশনা- তৌকির আহমেদ |
- প্রজাপতি | মূলরচনা- থর্নটন ওয়াইল্ডার, 'দ্য ম্যাচমেকার' অবলম্বনে, ভাষান্তর ও নির্দেশনা- তারিক আনাম খান |
- ডালিমকুমার | রচনা- শুভাশিষ সিনহা, নির্দেশনা- ইউসুফ হাসান অর্ক |
- মৃত মানুষের ছায়া | মূলরচনা- হেনরিক ইবসেন, 'জন গ্যাব্রিয়েল বর্কম্যান' অবলম্বনে, নির্দেশনা- তারিক আনাম খান |
- দুই যে ছিল এক চাকর | মূলরচনা- কার্লো গোলদোনি, ‘দ্য সার্ভেন্ট অব টু মাস্টারস’ অবলম্বনে, রূপান্তর ও নির্দেশনা- তারিক আনাম খান |[৪]
- বন্দুকযুদ্ধ | মূলরচনা- আলফ্রেড ফারাগ, 'দ্য ট্র্যাপ' অবলম্বনে, রূপান্তর ও নির্দেশনা- তারিক আনাম খান |
- গাধার হাট | মূলরচনা- তৌফিক আল হাকিম, 'দ্য ডঙ্কি মার্কেট' অবলম্বনে, রূপান্তর ও নির্দেশনা- তারিক আনাম খান |
- পুণ্যাহ | রচনা- বদরুজ্জামান আলমগীর, নির্দেশনা- ইউসুফ হাসান অর্ক | ২০২২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দুই যুগে নাট্যকেন্দ্র:দৈনিক আমাদের সময়"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৫।
- ↑ "নতুন করে পুরনো নাটক"। কালের কন্ঠ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৫।
- ↑ "এনএসডি ঊৎসবে নাট্যকেন্দ্র: দৈনিক প্রথম আলো"। ২০১৭-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২০।
- ↑ "নতুনদেশে প্রকাশিত নিবন্ধ"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।