গিরিশ কারনাড
ভারতীয় নাট্যকার
গিরিশ রঘুনাথ কারনাড (১৯ মে ১৯৩৮ - ১০ জুন ২০১৯) হলেন একজন ভারতীয় ভাষাবিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী, অনুবাদক, চিত্রনাট্যকার ও লেখক। তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ ছাড়াও সাহিত্যেকদের জন্য প্রদত্ত ভারতের সর্বোচ্চ সম্মননা জ্ঞানপীঠ পুরস্কারও লাভ করেন।
জন্ম | গিরিশ রঘুনাথ কারনাড ১৯ মে ১৯৩৮ মাথেরান, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (আধুনা মহারাষ্ট্র, ভারত) |
---|---|
মৃত্যু | ১০ জুন ২০১৯[১] বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত | (বয়স ৮১)
পেশা | নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | কর্ণাটক বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
সময়কাল | ১৯৬০-২০১৯ |
ধরন | কল্প-সাহিত্য |
সাহিত্য আন্দোলন | নব্য |
উল্লেখযোগ্য রচনাবলি | তুঘলাক ১৯৬৪ তালেডান্ডা |
দাম্পত্যসঙ্গী | ড. স্বরস্বতি জ্ঞানপতি |
সন্তান | রঘু কারনাড |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনাচার ভাই-বোনের মধ্যে তৃতীয় গিরিশ ১৯৩৮ সালের ১৯ মে তৎকালীন বোম্বের মাথেরানে জন্মান।[২]
শিক্ষাজীবন
সম্পাদনাতার প্রাথমিক পড়াশোনা কর্নাটকে হলেও অঙ্ক এবং সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর তিনি রাজনীতি এবং অর্থনীতি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Veteran playwright Girish Karnad passes away"। The Times of India। ৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯।
- ↑ "গিরিশ কারনাড আর নেই"। দৈনিক প্রথম আলো। ১০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯।
- ↑ "প্রয়াত গিরিশ কারনাড (১৯৩৮-২০১৯)"। আনন্দবাজার পত্রিকা। ১০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে গিরিশ কারনাড (ইংরেজি)