শাহ মোহাম্মদ ফারুক
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
ড: শাহ মোহাম্মাদ ফারুক একজন বাংলাদেশী বিজ্ঞানী এবং অধ্যাপক। তিনি কলেরার জীবাণু ভিব্রিও কলেরীর একজন অগ্রগণ্য গবেষক। তিনি খাদ্যবাহিত ও পানিবাহিত রোগসৃষ্টিকারী ব্যাক্টেরিয়া নিয়ে গবেষণা করেন। বর্তমানে তিনি Independent University, Bangladesh (IUB) এর School of Environment and Life Sciences এর ডীন। তিনি The World Academy of Sciences (TWAS) এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এর একজন ফেলো।[১]
শাহ মোহাম্মাদ ফারুক | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৫৬ |
পেশা | বিজ্ঞানী |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ ![]() |
উল্লেখযোগ্য পুরস্কার | থার্ড ওয়ার্ল্ড অ্যাকাডেমী অব সায়েন্সেস পুরস্কার |
শৈশবসম্পাদনা
শাহ মোহাম্মদ ফারুক ১৯৫৬ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনসম্পাদনা
তিনি যশোর জিলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে বিএসসি ও ১৯৭৯ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[২]
পুরস্কারসম্পাদনা
তিনি ২০০৫ সালে মেডিকেল সায়েন্সে ওয়ার্ল্ড অ্যাকাডেমী অব সায়েন্সেস প্রাইজ ২০০৫ লাভ করেন।[৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২।
- ↑ http://www.supportforlife.org/images/stories/MediaCentre/AssociateFiles/shah-faruque-cv-and-biography.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৮ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২।