সাপ্তাহিক এখন সময়

সাপ্তাহিক এখন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি বাংলা ভাষার পত্রিকা। পত্রিকাটি ২০০০ সালে চালু হয়।

সাপ্তাহিক এখন সময়
১৫ সেপ্টেম্বর ২০০৯ সালে প্রকাশিত সাপ্তাহিক এখন সময়ের প্রথম পাতা
ধরনসাপ্তাহিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট
সম্পাদককাজী শামসুল হক
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ২০০০; ২৪ বছর আগে (1 January 2000)
ভাষাবাংলা ভাষা
ওয়েবসাইটakhonsamoy.com

ইতিহাস সম্পাদনা

১ জানুয়ারি ২০০০ সালে পত্রিকাটির প্রকাশনা শুরু হয়। তৃতীয় সহস্রাব্দের স্মরণে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বপ্রথম মাসিক পত্রিকা আকারে প্রকাশিত হলেও পরবর্তীতে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হচ্ছে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী শামসুল হক।[১]

বিশেষত্ব সম্পাদনা

সাপ্তাহিক এখন সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের সামাজিক সমস্যা, অভিবাসন বিষয়সহ অন্যান্য কমিউনিটি সংবাদ প্রকাশ করে থাকে।[১]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. লাহিড়ী, ত্রিপ্তি (২ অক্টোবর ২০০৪)। "Immigrants With Ink in Their Blood"দ্য নিউ ইয়র্ক টাইমস 

বহিঃসংযোগ সম্পাদনা