জিয়াউর রহমান (দাবাড়ু)
বাংলাদেশী দাবাড়ু
জিয়াউর রহমান (জন্ম ১৯৭৪) একজন গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু। তিনি বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন (২৫৭০, অক্টোবর ২০০৫)।
জিয়াউর রহমান | |
---|---|
দেশ | বাংলাদেশ |
জন্ম | ১৯৭৪ (বয়স ৪৮–৪৯) |
খেতাব | গ্র্যান্ডমাস্টার (২০০২) |
ফিদে রেটিং | 2470 (সেপ্টেম্বর ২০২৩) |
এলো রেটিং | ২৫৭০ (অক্টোবর ২০০৫) |
র্যাঙ্কিং | ১০৭৯ (নভেম্বর ২০১৩) |
প্রারম্ভিক জীবন ও কর্মজীবন সম্পাদনা
জিয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন।
বহিঃসংযোগ সম্পাদনা
- ফিদে সাইটে জিয়াউর রহমানের রেটিং কার্ড (ইংরেজি)
- চেজগেমস.কম-এ জিয়াউর রহমানের খেলোয়াড় প্রোফাইল এবং গেমস (ইংরেজি)