রুকসানা বেগম
রুকসানা বেগম (ইংরেজি: Ruqsana Begum, জন্মঃ ১৫ অক্টোবর, ১৯৮৩) একজন বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ কিক বক্সার। তিনি প্রাক্তন ব্রিটিশ নারী এটমওয়েট (৪৮-৫০ কেজি) মুয়ে থাই চ্যাম্পিয়ন[১] এবং ব্রিটিশ মুয়ে থাই দলের অধিনায়ক।
রুকসানা বেগম | |
---|---|
জন্ম | সেভেন কিংস, ইলফোর্ড, এসেক্স, ইংল্যান্ড | ১৫ অক্টোবর ১৯৮৩
অন্য নাম | Warrior Princess |
বাসস্থান | সেভেন কিংস, ইলফোর্ড, এসেক্স, ইংল্যান্ড |
জাতীয়তা | English |
ওজন | ৪৮ কেজি (১০৬ পা) |
শৈলী | মুয়ে থাই কিকবক্সিং |
ম্যাচে অংশের স্থান | বেথনাল গ্রীন, টাওয়ার হ্যামলেটস, লন্ডন, ইংল্যান্ড |
দল | ব্রিটিশ মুয়ে থাই টীম |
প্রশিক্ষক | বিল জাড |
কার্যকাল | ২০০৮– বর্তমান |
পেশা | কিক বক্সার, সায়েন্স টেকনিশিয়ান |
বিশ্ববিদ্যালয় | ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার |
দল | কেও জিম |
ওয়েবসাইট | www |
প্রাথমিক জীবন
সম্পাদনারুকসানা বেগম ১৯৮৩ সালের ১৫ অক্টোবর ইংল্যান্ডে একটি বাংলাদেশী পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। [২]
তিনি ২০০৬ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। [৩]
কিক বক্সিং ক্যারিয়ার
সম্পাদনা২০০২ সালে, আঠারো বছর বয়সে রুকসানা বেগম কিক বক্সিং ক্লাসে যোগ দেন। শখের বশে কিক বক্সিং শুরু করলেও পরিবারের কাছে এই ব্যাপারটা গোপন রেখেছিলেন দীর্ঘ এক বছর। [৪] ২০০৬ সালে বিশ্ববদ্যালয় থেকে পাস করে তিনি পরিবারকে নিজের মুয়ে থাই চর্চার ব্যাপারে অবহিত করেন। ২০০৮ সালে রুকসানা বেগম প্রফেশনাল কিক বক্সার হিসেবে আত্মপ্রকাশ করেন।[২]
বক্সিং ক্যারিয়ার
সম্পাদনা২০১৮ সালের ১৭ই মার্চ রুকসানা পেশাগত মুষ্টিযুদ্ধের জগতে আত্মপ্রকাশ করেন। বুলগেরীয় বক্সার ইভাংকা ইভানোভার বিরুদ্ধে এই ম্যাচ লন্ডনে অনুষ্ঠিত হয়।[৫] প্রথম পেশাগত মুষ্টিযুদ্ধে ম্যাচটি ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়।[৬]
চ্যাম্পিয়নশিপ ও অর্জন
সম্পাদনা- ২০০৯ – ওয়ার্ল্ড এমেচার কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ্স [৭]
- ২০১০ – ব্রিটিশ এটমওয়েট মুয়ে থাই চ্যাম্পিয়ন[৭]
- ২০১১- ইউরোপীয়ান ক্লাব কাপ এমেচার মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ [৭]
- ২০১২ – ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মুয়ে থাই এমেচার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ্স
- ২০১৬ – ওয়ার্ল্ড কিকবক্সিং এসোসিয়েশন চ্যাম্পিয়ন [৮][৯][১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রুখসানাকে রুখবে কে?"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ মার্চ ২৪, ২০১৫।
- ↑ ক খ ডেইলি স্টার এ প্রকাশিত নিবন্ধঃ"Ruqsana Begum:Kicking and Dreaming"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইলফোর্ড রেকর্ডারে প্রকাশিত নিবন্ধ"। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫।
- ↑ "সাপোর্ট থ্রু স্পোর্ট"। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫।
- ↑ RINGSIDE। "Askin devastates Simmons in two / Haye frustrated at Begum delay and draw / Camacho scores TKO"। WBN - World Boxing News (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৬।
- ↑ "Woman's secret life shocks family"। NewsComAu। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৬।
- ↑ ক খ গ "Ruqsana Begum Awakening Profile"। Awakeningfighters.com। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "বিশ্ব চ্যাম্পিয়ন রুকসানা"। দৈনিক প্রথম-আলো। ৩০ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭।
- ↑ "ম্যায়ো থাই কিক বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ান ব্রিটিশ বাংলাদেশী রুকসানা"। দৈনিক মানবজমিন। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭।
- ↑ "বিশ্ব চ্যাম্পিয়ন কিক বক্সার রুকসানা"। দৈনিক ভোরেরকাগজ। ২৯ এপ্রিল ২০১৬। ৬ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭।