তাসমিন লুসিয়া খান
তাসমিন লুসিয়া খান (জন্মঃ ১৮ জুলাই, ১৯৮০) একজন ইংরেজ টেলিভিশন উপস্থাপিকা, সংবাদ পাঠিকা, প্রোডিউসার এবং মিডিয়া ও প্রযুক্তি উদ্যোক্তা। [২][৩] বিবিসি থ্রি নিউজ,[৪] বিবিসি নিউজের ই২৪ ,[৫] আইটিভি ব্রেকফাস্টের অনুষ্ঠান ডেব্রেকে (এখন এর নাম গুড মর্নিং ব্রিটেন উপস্থাপকের ভূমিকার জন্য সে ইউকে তে অধিক পরিচিত। [৬][৭] সাম্প্রতিককালে তাকে গ্লোবাল এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম কোম্পানি ডব্লিউআর এন্টারটেইনমেন্ট এর সিইও (প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা) হিসেবে নিয়োগ দেয়া হয়।[৮] যা তিনি ২০১৬ সালের জানুয়ারিতে অসলো স্টক এক্সচেঞ্জ মারকুর মার্কেটে আনার মাধ্যমে সবার সম্মুখে আনেন।[৯][১০]
তাসমিন লুসিয়া খান | |
---|---|
জন্ম | ফারহানা তাসমিন লুসিয়া খান ১৪ জুলাই ১৯৮০ |
জাতীয়তা | ব্রিটিশ |
শিক্ষা | রাজনীতি, দর্শন এবং অর্থনীতি |
মাতৃশিক্ষায়তন | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
পেশা | সাংবাদিক, টেলিভিশন উপস্থাপিকা, সংবাদ পাঠিকা, প্রডিউসার |
কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
উল্লেখযোগ্য কৃতিত্ব | জি টিভি চ্যানেল ফাইভ বিবিসি নিউজ আইটিভি ব্রেকফাস্ট |
ওয়েবসাইট | www |
প্রাথমিক জীবন
সম্পাদনালন্ডনে জন্ম নেয়া ফারহানা তাসমিন লুসিয়া খান বাঙালি বংশোদ্ভূত।[১১] তিনি রাজনীতি, দর্শন এবং অর্থনীতি অনার্স ডিগ্রি অর্জন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।[১২] অক্সফোর্ডে অধ্যয়নের সময় তিনি বিতর্ক চর্চা করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সাম্প্রতিক ঘটনাবলীর উপর তার আগ্রহ টিকিয়ে রাখেন। তিনি এ লেভেলে ল্যাটিন, অর্থনীতি এবং গণিত নিয়ে লেখাপড়া করেন।[১৩]
কর্মজীবন
সম্পাদনা১৯৯৯ সালে খান জি টিভি নেটওয়ার্কে অনুষ্ঠান ও সংবাদ উপস্থাপিকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি নিজের একটি টক শো শুরু করেন; যেখানে তিনি গান, চলচ্চিত্র, ক্রীড়া এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নেন।[১৪] ২০০১ সালে তিনি বিল ক্লিনটন-এর সাক্ষাৎকার নেন, এর কিছু মাস আগেই ক্লিনটন ২য় বারের মত মার্কিন যুক্তরাষ্ট্র-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষ করেন।[১৫]
তিনি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে একজন রেডিও উপস্থাপক হিসেবে ব্রেকফাস্ট শো, ড্রাইভ টাইম এবং দি অ্যালবাম চার্ট এর মত অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ডিসেম্বর মাসে বক্সিং ডে-তে ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামীর খবর যখন ছড়িয়ে পরে তখন তিনি সম্প্রচারে ছিলেন।
এরপর তিনি পিটিভি প্রাইমের লন্ডন প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং ৭ জুলাই ২০০৫ লন্ডন বোমা হামলা ও ২০০৬ এ ইপ্সুইচ সিরিয়াল মার্ডার এর মত যুক্তরাজ্যের বড় বড় ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।[৩]
নিজের পরিকল্পনা ও উপস্থাপনায় চ্যানেল ৫-এ একটি ক্রীড়া অনুষ্ঠান ৩ বছর প্রচারের পর তিনি বিবিসি নিউজ এবং বিবিসি থ্রি-তে যোগদানের সুযোগ পান।[৩][৪][৫][১৬] তার একজন প্রশিক্ষক Kevin Bakhurst বিবিসির টেন ও'ক্লক নিউজের সম্পাদক ছিলেন এবং বিবিসি নিউজের নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন। [১৭] Bakhurst এবং বিবিসি থ্রি এর সেসময়কার নিয়ন্ত্রক Danny Cohen, তাকে বিবিসি থ্রি-তে সংবাদ বুলেটিন 60 Seconds এর সংবাদ পাঠিকা এবং বিবিসি নিউজে E24 এর প্রধান উপস্থাপিকা হওয়ার প্রস্তাব দেন।
নিজের পরিকল্পনা ও উপস্থাপনায় চ্যানেল ৫-এ একটি ক্রীড়া অনুষ্ঠান ৩ বছর প্রচারের পর তিনি বিবিসি নিউজ এবং বিবিসি থ্রি-তে যোগদানের সুযোগ পান।[৩][৪][৫][১৬] তার একজন প্রশিক্ষক Kevin Bakhurst বিবিসির টেন ও'ক্লক নিউজের সম্পাদক ছিলেন এবং বিবিসি নিউজের নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন। [১৭] Bakhurst এবং বিবিসি থ্রি এর সেসময়কার নিয়ন্ত্রক Danny Cohen, তাকে বিবিসি থ্রি-তে সংবাদ বুলেটিন 60 Seconds এর সংবাদ পাঠিকা এবং বিবিসি নিউজে E24 এর প্রধান উপস্থাপিকা হওয়ার প্রস্তাব দেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Kabir, Jackie (১২ জুন ২০০৯)। "Breaking the Myth" (ইংরেজি ভাষায়)। The Daily Star। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৯।
- ↑ "Asian Wealth Magazine Spring 2014 issue"। Issuu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৫-১১-১৪।
- ↑ ক খ গ ঘ "New faces and look for BBC Three's 60seconds"। BBC Press Office (ইংরেজি ভাষায়)। BBC। ৮ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ মে ২০০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "BBC Three newsreader Tasmin Lucia Khan in breathless broadcast mystery" (ইংরেজি ভাষায়)। The Telegraph। ১৯ জানুয়ারি ২০০৯।
- ↑ ক খ গ "Tasmin Lucia Khan and Andy May for BBC Three's 60 Seconds" (ইংরেজি ভাষায়)। Unreality Primetime। ৮ ফেব্রুয়ারি ২০০৯। ৭ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০০৯।
- ↑ "Tasmin Lucia Khan set to join new ITV breakfast show Daybreak" (ইংরেজি ভাষায়)। Daily Mirror। ৪ আগস্ট ২০১০।
- ↑ "Tasmin Lucia Khan"। ITV Daybreak (ইংরেজি ভাষায়)। ITV।
- ↑ "WR | Governance"। widerelease.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৯।
- ↑ Framstad, Anders Park। "Da Morgan Kane inntok Oslo Børs"। E24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৯।
- ↑ Stavrum, Gunnar। "Morgen Kane-filmene blir milliard-eventyr"। Nettavisen (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৯।
- ↑ "Finalists 2008"। Asian Woman Awards। ১৭ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০০৯।
- ↑ "Tasmin Lucia Khan"। Tasmin Lucia Khan। ২১ জানুয়ারি ২০০৯।
- ↑ "Tasmin Lucia Khan"। jilliebushell.com। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৯।
- ↑ "Tasmin"। Mela UK। ৫ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৯।
- ↑ "Smaart Talent 6.1"। Smaart Mags। ১৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "Mela UK 2008" (পিডিএফ)। Mela Magazine। পৃষ্ঠা 8। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৯।
- ↑ ক খ Morris, Sophie (১৯ মে ২০০৮)। "My Mentor: Tasmin Lucia Khan on Kevin Bakhurst"। The Independent। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০০৯।