আবদুল হাকিম
আবদুল হাকিম (জন্ম : ১৬২০ - মৃত্য : ১৬৯০) মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তিনি তার রচিত বঙ্গবাণী কবিতার জন্য অধিক পরিচিত।
আবদুল হাকিম | |
---|---|
জন্ম | ১৬২০ |
মৃত্যু | ১৬৯০ |
পরিচিতির কারণ | বাঙালি কবি |
জন্ম ও জীবনীসম্পাদনা
আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[১] স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অটুট ও অপরিসীম প্রেম। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ইউসুফ-জুলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালা ও শহরনামা। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। [২]সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন :
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।[৩]
গ্রন্থসম্পাদনা
- ইউসুফ-জুলেখা
- নূরনামা
- চারি মোকাম ভেদ
- লালমতি
- সয়ফুলমুলক
- নসিহৎনামা
- কারবালা ও শহরনামা[৪]
- শাহাবুদ্দিননামা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ আবদুল হাকিম - বাংলাপিডিয়া
- ↑ The Essential Rokeya: Selected Works of Rokeya Sakhawat Hossain (1880-1932) (ইংরেজি ভাষায়)। BRILL। ২০১৩-০৮-২২। আইএসবিএন 978-90-04-25587-6।
- ↑ Quasem, Mohammed Abul (২০০২)। Aronowitz, Stanley, সম্পাদক। Bangladesh: A Land of Beautiful Traditions & Cultures (PDF)। Chittagong: Chattagram Sangskriti Kendra। পৃষ্ঠা 142। আইএসবিএন 9848208046। ২০১৬-১১-২৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২২।
- ↑ সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৪১১।
বহিঃসংযোগসম্পাদনা
বাংলা ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: লেখক:আবদুল হাকিম |