জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রচার-প্রসারে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির অনেক ভূমিকা রয়েছে। এখান থেকে জ্ঞানার্জন করছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী । এই প্রতিষ্ঠানটি ঢাকা জেলার যাত্রাবাড়ি থানার জামিয়া নগরে অবস্থিত।
আরবী বিশ্ববিদ্যালয় | |
ধরন | কওমি মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯৬৯ |
প্রতিষ্ঠাতা | কাজী মুতাসিম বিল্লাহ |
অধ্যক্ষ | আল্লামা মাহমুদুল হাসান |
শিক্ষার্থী | প্রায় ১১,০০০+ |
ঠিকানা | ৩১২, দক্ষিণ যাত্রাবাড়ি, (জামিয়া নগর) , , |
সংক্ষিপ্ত নাম | যাত্রাবাড়ি বড় মাদরাসা |
প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা
সম্পাদনাস্বাধীনতাপূর্ব ১৯৬৯খ্রিস্টাব্দের প্রথম দিকে অশিক্ষা ও কুশিক্ষায় প্রভাবান্বিত এলাকার মুসলিম সন্তানদের বেহাল দশা দেখে অস্থির ছিলেন জনাব রহম আলী সাহেব। তাদের প্রকৃত শিক্ষা-দীক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে তিনি কাজ শুরু করেন। এ উদ্দেশ্যে তিনি তার নিজস্ব জায়গা এই প্রতিষ্ঠানের নামের ওয়াকফ করে দেন। গড়ে উঠে নূরানী মকতব ও হিফজ বিভাগ। যার প্রথম দায়িত্বশীল ছিলেন হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব।[১][২]
প্রিন্সিপাল
সম্পাদনাভৌগিলিক অবস্থান
সম্পাদনারাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সামান্য পূর্ব দিকে ওয়াপদা কলোনি সংলগ্ন। পূর্বপাশ: নব নির্মিত যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভারের পূর্বসীমা কুতুবখালি খাল সংলগ্ন পশ্চিম পাড়েই একাধিক বহুতল ভবন বিশিষ্ট জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার অবস্থান। [৫][৬][৭]
আদর্শ
সম্পাদনাবিশ্ববিখ্যাত মাদারে ইলমী দারুল উলূম দেওবন্দের সিলেবাসভুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ভিত্তিক বৃহত্তর একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। [৮]
লক্ষ্য-উদ্দেশ্য
সম্পাদনা- ইসলামি জ্ঞানভাণ্ডার সংরক্ষণ ও তার ব্যাপক প্রচার প্রসার, যার মাধ্যমে আল্লাহ তায়ালার বিধানাবলী ও সুন্নাতে নববী প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক শিক্ষা-দীক্ষার মাধ্যমে দূরদর্শী হক্কানি আলেম সৃষ্টি করা এবং তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশ,জাতি ও বিশ্বসেবায় নিয়োজিত হওয়ার উপযু্ক্ত করে গড়ে তোলা।
- বুলেটকৃত তালিকা আইটেম
আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা-বিশ্বাস অনুযায়ী হাদীস, আসার ও ফিকহে হানাফির সংরক্ষণ এবং দেওবন্দি সিলেবাস মোতাবেক শিক্ষা-দীক্ষার যথাযথ বাস্তবায়ন। [৯]
জামিয়ার শিক্ষাধারা
সম্পাদনাজামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া গতানুগতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এ জামিয়া সাজিয়েছে তার পাঠপদ্ধতি ও শিক্ষা সিলেবাস। এখানে শিশু শ্রেণি থেকে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস(মাস্টার্স) পর্যন্ত শ্রেণি ভিত্তিক পাঠের সুব্যবস্থা রয়েছে। [১০] পাশাপাশি গবেষণামূলক উচ্চতর ডিগ্রি অর্জনের নিমিত্তে বেশ কয়েকটি অনুষদ বিদ্যমান। দাওরায়ে হাদীস সমাপন করার পর মেধাবী তরুণ আলেমদের সেখানে অধ্যয়ন ও গবেষণার বিপুল সুযোগ-সুবিধা রয়েছে। যেন জাতিকে বহুমুখী যোগ্যতাসম্পন্ন বিচক্ষণ আলেম উপহার দেওয়া যায়। সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে মৌলিকভাবে পবিত্র কুরআন, তাফসীর, হাদীস, ফিকহ, নাহব-সরফ, বৈষয়িক পর্যায়ে আরবি সাহিত্য, প্রয়োজনীয় বাংলা,ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, দর্শন, বিজ্ঞান প্রভৃতি সমূদয় বিষয় শিক্ষা দেওয়া হয়। [১১]
জামিয়ার বিভাগসমূহ
সম্পাদনা- মকতব বিভাগ
- হিফজুল কুরআন বিভাগ
- কিতাব বিভাগ [৯]
- আত-তাখাসসুস ফি উলুমিল কুরআন (তাফসীর ও কুরআন গবেষণা অনুষদ)
- আত-তাখাসসুস ফি উলুমিল হাদীস (উচ্চতর হাদীস গবেষণা অনুষদ)
- আত-তাখাসসুস ফি ফিকহিল ইসলামি (ফতওয়া ও গবেষণা অনুষদ)
- দাওরাতুল লুগাতিল আরাবিয়্যাহ(আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স)
- কেরাতে সাবআ ও কেরাতে হাফস বিভাগ
- নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স
- দাওয়াত ও তাবলীগ
- রচনা ও প্রকাশনা বিভাগ[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ https://academicinfluence.com/schools/6146415/Jamia-Islamia-Darul-Uloom-Madania/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ https://www.scribd.com/doc/20855274/List-of-Some-Shaikhs-of-Bangladesh
- ↑ https://www.kalerkantho.com/print-edition/vot-chitro/2013/03/15/332706?__cf_chl_captcha_tk__
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2019/04/18/madrasa-building-catches-fire-at-jatrabari?__cf_chl_captcha_tk__
- ↑ http://wikimapia.org/#lang=bn&lat=23.707576&lon=90.439078&z=17&m=w&search=jatrabaria%20madrasha
- ↑ https://www.wikidata.org/wiki/Q6146415
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০।
- ↑ https://www.wikiwand.com/bn/%E0%A6%95%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE
- ↑ https://adarshanari.com/education/7459/
- ↑ https://en.everybodywiki.com/Jamia_Islamia_Darul_Uloom_Madania