জাওয়েদ করিম
জাওয়েদ করিম (জন্ম ১৯৭৯) জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা। তার জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে। তার বাবা, নাইমুল করিম, ৩এম কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশি গবেষক। রিয়েল-টাইম ইন্টারনেট জালিয়াতি বিরোধী সিস্টেম সহ পেপ্যাল এর অনেক মূল উপাদান করিমের দ্বারা পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে। তার মা, ক্রিস্টিন করিম, ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে প্রাণ-রসায়নের একটি গবেষণা সহকারী অধ্যাপক।[১][২] করিম জার্মানিতে বড় হয়েছেন. কিন্তু তার পরিবার ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়।
জাওয়েদ করিম | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Jawed Karim | ||||||||||
![]() ২০০৮ সালে জাওয়েদ করিম | ||||||||||
জন্ম | ১৯৭৯ (বয়স ৪৫–৪৬) পূর্ব জার্মানি | |||||||||
মাতৃশিক্ষায়তন | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন | |||||||||
পরিচিতির কারণ | ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা ইউটিউবে প্রথম ভিডিও আপলোডার | |||||||||
ইউটিউব তথ্য | ||||||||||
চ্যানেল | ||||||||||
কার্যকাল | ২০০৫ | |||||||||
ধারা | বন্যপ্রাণ | |||||||||
সদস্য | ১.১৭ মিলিয়ন | |||||||||
মোট ভিউ | ১১৫.৪ মিলিয়ন | |||||||||
| ||||||||||
১১ই অক্টোবর, ২০২০ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত | ||||||||||
শিক্ষাজীবন
সম্পাদনাজাওয়েদ করিম সেন্ট পল সেন্ট্রাল হাই স্কুল থেকে লেখাপড়া করেন এবং পরে আর্বানা-শ্যাম্পেইনে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়ন করেন।তিনি স্নাতক পূর্বে ক্যাম্পাস ত্যাগ করে পেপ্যাল এ কর্মজীবন শুরু করেন, কিন্তু তার পাঠক্রম অব্যাহত ছিল এবং কম্পিউটার বিজ্ঞানে তার স্নাতক অর্জন করেছেন।তিনি পরবর্তীকালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
সম্পাদনাযখন পেপ্যালে কর্মরত ছিলেন, তখন তিনি চাদ হারলি ও স্টিভ চেন এর সাথে প্রথম সাক্ষাৎ করেন।[৩] এই তিনজন পরে ২০০৫-এ ইউটিউবের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন।ইউটিউব এর প্রথম ভিডিও করিমের, চিড়িয়াখানায় আমি, এপ্রিল ২৩,২০০৫ এ আপলোড করা হয়েছিল।[৩] কোম্পানী সহ-প্রতিষ্ঠা এবং ইউটিউবের ধারণা ও ওয়েবসাইট উন্নয়নের পরে,করিম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ছাত্র হিসাবে ভর্তি হন যখন তিনি ইউটিউব এ একটি উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন। গুগল ইউটিউব অধিগ্রহণ করলে,করিম সে সময়ে গুগল ক্লোজিং স্টক মূল্য এর উপর ভিত্তি করে স্টক শেয়ারের প্রায় $৬৪ মিলিয়ন মূল্য পান।[৩] বর্তমান এবং সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার লক্ষ্য নিয়ে তাদের গড়ে তোলা এবং ব্যবসায়িক ধারণা চালু করার জন্য মার্চ ২০০৮ সালে, করিম Youniversity Ventures নামক একটি উদ্যোগ ফান্ড উদ্বোধন করেন।[৩]
পরিবার
সম্পাদনাকরিমের বাবা, নাইমুল করিম, বাংলাদেশী বংশোদ্ভুত, 3M এ গবেষক।তার মা, ক্রিস্টিন করিম, জার্মান বংশোদ্ভুত, একজন বিজ্ঞানী এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন গবেষণা সহযোগী অধ্যাপক।[৩][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ With YouTube, Student Hits Jackpot Again, The New York Times, October 12, 2006.
- ↑ Surprise! There's a third YouTube co-founder, USA Today, October 11, 2006.
- ↑ ক খ গ ঘ ঙ চ Video websites pop up, invite postings, USA Today, November 21, 2005
বহিঃসংযোগ
সম্পাদনা- Jawed Karim's Personal Website
- Jawed's YouTube Profile
- Cache of Jawed's YouTube Profile in 2008
- Youniversity Ventures
- He went off to college to make his fortune – The News-Gazette (16 October 2006)