খাদ্য ও কৃষি সংস্থা

জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO; ফরাসি: Organisation des Nations unies pour l'alimentation et l'agriculture, ইতালীয়: Organizzazione delle Nazioni Unite per l'Alimentazione e l'Agricoltura) জাতিসংঘের একটি সংস্থা, যা ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টা‍য় নেতৃত্ব দেয়। উভয় উন্নতউন্নয়নশীল দেশের জন্য, এফএও একটি নিরপেক্ষ ফোরাম হিসেবে কাজ করে যেখানে সমস্ত জাতি সমান হয়ে নীতিমালা আলোচনা করে। এফএও জ্ঞান এবং তথ্যের একটি উৎস হিসেবে কাজ করে, এবং উন্নয়নশীল দেশগুলোকে কৃষির আধুনিকায়ন, উন্নত বন এবং মৎস্য চর্চায় সাহায্য করে সকলের জন্য পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। এর ল্যাটিন নীতিবাক্য, fiat panis, যার অনুবাদ "রুটি হোক"। ২০১৩ সালের ৮ আগস্ট পর্যন্ত, এফএও-এর ১৯৪টি সদস্য রাষ্ট্র আছে, ইউরোপীয় ইউনিয়ন (একটি "সদস্য সংস্থা") সহ, এবং ফারো দ্বীপপুঞ্জ এবং টোকেলাউ সহযোগী সদস্য হিসেবে আছে।[১]


খাদ্য ও কৃষি সংস্থা
FAO logo.svg
লাতিন নীতিবাক্যের সাথে এফএও-এর প্রতীক, Fiat panis ("রুটি হোক")
সংস্থার ধরনবিশেষায়িত সংস্থা
সংক্ষিপ্ত নামFAO, ONUAA
প্রধানQU Dongyu (বর্তমান)
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকালকানাডার কুইবেকে ১৬ অক্টোবর, ১৯৪৫
প্রধান কার্যালয়Palazzo FAO, রোম, ইতালি
ওয়েবসাইটwww.fao.org
মাতৃ সংস্থাজাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

আরোও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "List of FAO members"। Fao.org। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১০ 

বহিঃসংযোগসম্পাদনা