সুলতান যওক নদভী
মুহাম্মদ সুলতান যওক নদভী একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত।[১][২][৩][৪] তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা,[৫] আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লীগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে তার পরিচিতি রয়েছে। [৬][৭][৮]
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী | |
---|---|
উপাধি | আল্লামা, নদভী |
জন্ম | ১৯৩৯ মহেশখালী, কক্সবাজার |
জাতিভুক্ত | বাঙালি |
মাজহাব | হানাফি |
শাখা | দেওবন্দি |
মূল আগ্রহ | ইসলামি জ্ঞানচর্চা, সাহিত্য ও গবেষণা, |
উল্লেখযোগ্য ধারণা | কওমি মাদরাসাসমূহে শিক্ষাসংস্কার ও পাঠ্যসূচি উন্নতিকরণ ভাবনা |
লক্ষণীয় কাজ | জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া-র প্রতিষ্ঠাতা, আগ্রাবাদে কাশেমুল উলুম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, আরবি সাহিত্যের অধ্যয়নের জন্য নাদিয়াতুল আদাব নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন |
যাদেরকে প্রভাবিত করেছেন |
প্রাথমিক জীবন
সম্পাদনাসুলতান যওক নদভী ১৯৫৯ সালে সালে আল-জামেয়া আল-ইসলামিয়াপাটিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তীতে, ১৪০৪ হিজরি সালে ভারতের দারুল উলুম নাদওয়াতুল উলামা থেকে তিনি সম্মানসূচক আলমিয়াত ডিগ্রি লাভ করেন এবং নদভী উপাধীতে ভূষিত হন।[৯]
কর্মজীবন
সম্পাদনাসুলতান যওক ১৯৫৯ সালে চন্দনাইশ উপজেলার মাদ্রাসা রাশিদিয়াতে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা শুরু করেন। ১৯৬০ সালে তিনি জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে যোগ দেন। ১৯৬২ সালে মাওলানা হাজী ইউনুস সাহেবের আহ্বানের জবাবে তিনি আল জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
১৯৬৫ সালে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য প্রথমবার জামিয়া পাটিয়া ছেড়ে চলে যান এবং তার বন্ধুত্ববিদ কোমল উদ্দিন আগ্রাবাদে কাশেমুল উলুম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আল্লামা হারুন বাবুনগরীর আহ্বানের জবাবে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে শিক্ষক হিসাবে নিজেকে নিবেদিত করেন। নদভি উচ্চতর স্তরে আরবি সাহিত্য ও হাদীস শেখা এবং মুফতি হিসেবে কাজ করেন। তিনি আরবি সাহিত্যের অধ্যয়নের জন্য নাদিয়াতুল আদাব নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালূ করেন । বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দ্বিতীয়বার আল জামিয়া ইসলামিয়া পটিয়ায় নিযুক্ত হন। তিনি তাহাওয়ী শরীফ, তিরমিযী শরীফ, মিশকাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি শিখিয়েছিলেন। তিনি একটি আরবি ভাষা একাডেমী প্রতিষ্ঠা, আরবি ভাষা বিভাগ স্পনসর। সেই সময়, একটি ত্রৈমাসিক আরবি পত্রিকা আস-সুবহুল জাদেদ, তার সম্পাদনার মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়।
১৯৮১ সালে, তিনি আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে অংশগ্রহণের জন্য ভারত যান এবং দারুল উলুম নাদওয়াতুল উলামা দুই মাস অবস্থান করেন। ১৯৮৬ সালে, নাদভিকে রবার্ট আল-আদাব আল-আসলামি (ইসলামী সাহিত্যের সার্বজনীন লীগ ) ট্রাস্টি বোর্ডে নিযুক্ত করা হয় এবং সংগঠনের বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়। ১৯৮৪ সালে তার আমন্ত্রণে আবুল হাসান আলী হাসানী নাদুই বাংলাদেশ সফর করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পরামর্শ দেন। ১৯৮৫ সালে আল্লামা যওক নদভী দ্বিতীয় বার জামায়াতের আল ইসলামিয়া পটিয়া ছেড়ে জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া প্রতিষ্ঠা করেন ।
তার উদ্যোগে, ১৯৯৪ সালে রবিতা আল-আদাব আল-ইসলামী পরিচালনার অধীনে জামিয়া দারুল মরিফ আল ইসলামিতে আবুল হাসান আলী হাসান নাদভীয়ের সভাপতিত্বে পূর্ব এশীয় ভাষার ভাষা ও সাহিত্যের একটি আন্তর্জাতিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে মুসলিম বিশ্বের সেরা কবিগণ উপস্থিত ছিলেন।
আল্লামা সুলতান যওক নাদভী তার নিজের মাদ্রাসার জামিয়া দারুল মারেফ আল-ইসলামিয়া মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। [তথ্যসূত্র প্রয়োজন]
উল্লেখযোগ্য কর্ম
সম্পাদনা- আত্ব-তরীকু ইলাল ইনশা
- আমার জীবনকথা
- আল-ক্বিরাআতুল আরাবিয়্যাহ
- ইশরুনা দারসান
- তাছহিলুল ইনশা
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Contribution of Bangladesh to the development of Arabic language and literature, p.199–203, hdl:10603/57850
- ↑ "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 86"। দ্য ডেইলি স্টার। ২০১৮-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০২।
- ↑ "আল্লামা আহমদ শফীর ইন্তেকালে বিশ্ববরেণ্য আলেমদের শোক"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৮।
- ↑ "চট্টগ্রামে জামেয়া দারুল মা'আরিফ মাদ্রাসার প্রথম সমাবর্তন অনুষ্ঠিত"। বাংলাদেশ প্রতিদিন। ২৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Hefazat's 202 member committee announced, 54 advisors"। Dhaka Post। ৩১ আগস্ট ২০২৩।
- ↑ উল্লাহ, সাখাওয়াত (২৮ সেপ্টেম্বর ২০১৮)। "কওমি সনদের স্বীকৃতি : শীর্ষ আলেমদের প্রতিক্রিয়া | কালের কণ্ঠ"। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০২।
- ↑ ISLAMIC EDUCATION IN BANGLADESH: SECOND YEAR REPORT Mumtaz Ahmad
- ↑ খসরু, আতাউর রহমান (২০ মার্চ ২০২০)। "করোনাভাইরাসের প্রশ্ন নিয়ে দেশের শীর্ষ আলেমদের নিয়ে আলোচনা | কালের কণ্ঠ"। দৈনিক কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৮।
- ↑ শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃষ্ঠা ৮৭–৯০।
- ↑ "কিতাবঘর.কম :: আল্লামা সুলতান যওক নদভী এর সকল বই"। www.kitabghor.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৮।
- ↑ "Ittadishop.com :: আল্লামা সুলতান যওক নদভী"। www.ittadishop.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- শিক্ষা সংস্কার আন্দোলনের অনন্য ব্যক্তিত্ব- জহির উদ্দিন বাবর
- শিক্ষা সংস্কারে শায়খ সুলতান যওক নদভির যুক্তিধারা
- হাসনাবাদী, মুহাম্মদ জাকারিয়া (২০২৩)। মাশায়েখে বাবুনগর। বাংলাদেশ: ইত্তিহাদ পাবলিকেশন। পৃষ্ঠা ১৬৫–১৬৮।
- হিফাজাত-ই-ইসলাম বাংলাদেশের সরকারি ওয়েবসাইট
- বাংলাদেশ কাওয়মি মাদ্রাসা শিক্ষা বোর্ড
- দারুল উলুমের অফিসিয়াল ওয়েবসাইট মুঈনুল ইসলাম হাটহাজারী