লেস্টার সিটি ফুটবল ক্লাব
লেস্টার সিটি ফুটবল ক্লাব, দি ফক্সেস নামেও পরিচিত, একটি ফুটবল ক্লাব যার উত্পত্তি হয়েছে ইংল্যান্ডের লিচেস্টার শহরের দি কিং পাওয়ার স্টেডিয়ামে। [২] তারা ২০১৩-১৪ মৌসুমে দি ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের বিজয়ী হওয়ায় ২০১৪-১৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবে। এই ক্লাবটি ১৮৮৪ সালে লেস্টার ফস নামে প্রতিষ্ঠিত হয়েছিল,[৩] ফস রোডের নিকট একটি মাঠে খেলা শুরুর মাধ্যমে। তারা ফিলবার্ট স্ট্রীটে ১৮৯১ সাল থেকে খেলা শুরু করে। সেখানে তারা ১১১ বছর খেলে। [৪] পরবর্তীতে ২০০২ সালে নিকটবর্তী ওয়াকার্স স্টেডিয়ামে খেলা শুরু করে।
পূর্ণ নাম | লেস্টার সিটি ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য ফক্সেস | |||
প্রতিষ্ঠিত | ১৮৮৪ (লেস্টার ফোস ফুটবল ক্লাব হিসেবে) | |||
মাঠ | কিং পাওয়ার স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৩২,২৬১[১] | |||
মালিক | কিং পাওয়ার আন্তর্জাতিক গ্রুপ | |||
সভাপতি | আইয়াওয়াত শ্রীবদ্ধনাপ্রভা | |||
ম্যানেজার | এনৎসো মারেস্কা | |||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | |||
২০২২–২৩ | ১৮তম (অবনমিত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
১৮৯৪ সালে, লেস্টারকে দি ফুটবল লিগে খেলার জন্য বাছাই করা হয়।
অর্জন
সম্পাদনাচ্যাম্পিয়ন (১ বার): ২০১৫-১৬
চ্যাম্পিয়ন (৭ বার): ১৯২৪–২৫, ১৯৩৬-৩৭, ১৯৫৩–৫৪, ১৯৫৭–৫৭, ১৯৭০–৭১, ১৯৭৯–৮০, ২০১৩–১৪
চ্যাম্পিয়ন (১ বার): ২০০৮–০৯
চ্যাম্পিয়ন (৩ বার): ১৯৬৩–৬৪, ১৯৯৬–৯৭, ১৯৯৯–০০
চ্যাম্পিয়ন (১ বার): ১৯৭১
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Premier League Handbook 2020/21" (পিডিএফ)। Premier League। পৃষ্ঠা 22। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Walkers Stadium"। The Stadium Guide website। The Stadium Guide। ২০০৪। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩।
- ↑ "The History of Leicester City Football Club"। Leicester City Official Website। ২১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩।
- ↑ "A History of Filbert Street"। Filbertstreet.net। ২০১১-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-০৩।