আব্দুল মতিন পাটোয়ারি

বাংলাদেশী একাডেমিক

ড. আবদুল মতিন পাটোয়ারি (জন্ম ১ জানুয়ারি ১৯৩৫) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। [১]

আব্দুল মতিন পাটোয়ারী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর প্রাক্তন উপাচার্য
কাজের মেয়াদ
২৪ এপ্রিল ১৯৮৩ – ২৫ এপ্রিল ১৯৮৭
পূর্বসূরীওয়াহিদউদ্দিন আহমেদ
উত্তরসূরীমোশারফ হোসেন খান
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর প্রাক্তন উপাচার্য
কাজের মেয়াদ
৭ সেপ্টেম্বর ২০০৪ – ২০১২
পূর্বসূরীএম আর কবির
উত্তরসূরীজামিলুর রেজা চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1935-01-01) ১ জানুয়ারি ১৯৩৫ (বয়স ৮৯)
লাকসাম উপজেলা, কুমিল্লা জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাযান্ত্রিক প্রকৌশল বিষয়ে পিএইচডি
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী কলেজ
আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ
টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়
পেশাবিশ্ববিদ্যালয় শিক্ষক

শিক্ষা সম্পাদনা

পাটোয়ারী ১৯৫০ সালে চাঁদপুরের মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে প্রথম স্থান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৯৫২ সালে রাজশাহী কলেজ থেকে দ্বিতীয় স্থান পেয়ে পাস করেন। তিনি ১৯৫৬ সালে আহসানুল্লাহ প্রকৌশল কলেজ (বর্তমানে বুয়েট) থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬১ সালে টেক্সাস এএন্ড এম ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস অর্জন করেন। ১৯৬৩ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ ও বার্কলে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটি থেকে বৈদ্যুতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েন। [১]

কর্মজীবন সম্পাদনা

তিনি ১৯৫৬ সালের ডিসেম্বর মাসে আহসানুল্লাহ প্রকৌশল কলেজের লেকচারার পদে যোগদান করেন। ১৯৮৩ সালের এপ্রিল থেকে এপ্রিল ১৯৮৭ পর্যন্ত তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের বুয়েট থেকে অবসর গ্রহণ করেন। [১] পাটোয়ারী যোগদান করেন ইসলামী কেন্দ্রীয় ও কারিগরি প্রশিক্ষণ ও গবেষণা (আইসিটিভিআরআর) বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইটিটি) আপগ্রেড হয়েছে যা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সংগঠন। তিনি এটির মহাপরিচালক (ডিজি) হিসাবে ১ মে ১৯৮৭ সাল ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন শেষে এ ইনস্টিটিউট থেকে অবসর গ্রহণ করেন।

পাটোয়ারী ০৭ সেপ্টেম্বর, ২০০৪ সাল থেকে ২০১২ অবধি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Abdul Matin Patwari"। buet.ac.bd। আগস্ট ১৮, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১৬ 
  2. "UAP Profile"। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১৬