বাংলাদেশের শহরের তালিকা
এ নিবন্ধটি বাংলাদেশের শহরের তালিকা প্রদর্শন করে যা দক্ষিণ এশিয়ায় অবস্থিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মতে বাংলাদেশের ৫৩২ টি শহরাঞ্চল রয়েছে। [১][২]
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও প্রধান শহর সমূহের একটি তালিকা তৈরী করা হয়েছে এই নিবন্ধে।
বৃহৎ নগরীসমূহ
সম্পাদনাবাংলাদেশের ৮ টি মহানগর রয়েছে যেগুলো ১২টি সিটি কর্পোরেশন দ্বারা শাসিত। এগুলো হলো: [ঢাকা (ঢাকা উত্তর-ঢাকা দক্ষিণ-নারায়ণগঞ্জ ও গাজীপুর)] চট্টগ্রাম, রাজশাহী, খুলনা,সিলেট,বরিশাল, রংপুর, কুমিল্লা এবং ময়মনসিংহ এগুলোর মধ্যে ঢাকা হলো অতিমহানগরী ।
বৃহৎ নগরীসমূহের চিত্রশালা
সম্পাদনাবাংলাদেশ সরকার ঘোষিত সিটি কর্পোরেশনের তালিকা অনুযায়ী বাংলাদেশের শহরের তালিকা।
পৌরনগর
সম্পাদনাবাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে পৌরসভা দ্বারা পরিচালিত যেসব শহরের জনসংখ্যা ১০০,০০০ বা তার বেশি সেগুলোকে বড় শহর বা পৌরনগর হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশে পৌরসভা দ্বারা শাসিত ৩৩০ টি শহরের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে এমন ৪৪ টি পৌরনগর। এগুলো তালিকা নিচে দেয়া হল:
ক্রম | নগর | আয়তন (কি.মি.২)[১] | জনসংখ্যা [১] | জেলা | বিভাগ | বিবরণ |
---|---|---|---|---|---|---|
১. | ঢাকা | ৩১৬ | ২,৩১,০০,০০০[৩] | ঢাকা | ঢাকা বিভাগ | বাংলাদেশের সবচেয়ে বড় মহানগর অঞ্চল ও সবচেয়ে বেশি জনবহুল শহর। রাজধানী, বিভাগীয় সদরদপ্তর, ঢাকা মহানগরীর অংশ। নগরীর অন্তর্ভুক্ত এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটি বাংলাদেশের বৃহত্তম এবং বিশ্বের ৩০৯ তম অর্থনীতির শহর। |
২. | চট্টগ্রাম | ২৭২.৩৮ | ৫৬,৫৬,৫১৫[৪] | চট্টগ্রাম | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশের ২য় জনবহুল মহানগরী। বিভাগীয় সদরদপ্তর, বাণিজ্যিক রাজধানী। এটি বাংলাদেশের ২য় বৃহত্তম এবং বিশ্বের ৭০৫ তম অর্থনীতির শহর। নগরীর অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আনোয়ারা, বোয়ালখালি, সলিমপুর, ভাটিয়ারি, হাটহাজারি এর অংশবিশেষ |
৩. | খুলনা | ৭৫.০৯ | ১১,৮২,২১৬ [৫] | খুলনা | খুলনা বিভাগ | ১০ টি জেলার বিভাগীয় সদর দপ্তর।শিল্পনগরী। এটি বাংলাদেশের ৭ম এবং বিশ্বের ৯৪৬ তম অর্থনীতির শহর। সাদা সোনার শহর।খুলনা সিটি করপোরেশন,বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী।চট্টগ্রাম এর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী।পদ্মার দক্ষিন পশ্চিম দিকের ২১ জেলার মধ্যে বৃহত্তম নগরী।সুন্দরবনের প্রবেশদ্বার।বাঘেদের শহর। |
৪. | রাজশাহী | ৫৬.২৮ | ৬,৪০,২৪১ [৬] | রাজশাহী | রাজশাহী বিভাগ | উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। এটি বাংলাদেশের ৬ষ্ঠ বৃহত্তম এবং বিশ্বের ৯৩৫ তম অর্থনীতির শহর। বিভাগের বিভাগীয় সদরদপ্তর, শিক্ষানগরী, সিল্কসিটি, গ্রিনসিটি, ম্যাঙ্গােসিটি। |
5. | কুমিল্লা | ৫০.৫৯ | ৮,৩৪,২৭৬ [৭] | কুমিল্লা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশের সবচেয়ে বেশী রেমিট্যান্স আসে কুমিল্লা থেকে। এবং এই কুমিল্লা একটি বানিজ্যিক মহানগর ও বটে এখানে আছে বিসিক শিল্প নগরী সহ ইপিজেড। কুমিল্লা বাংলাদেশের ৪র্থ বং বিশ্বের ৮৬২ তম অর্থনীতির শহর।একমাত্র জেলা কুমিল্লা বিভাগীয় শহরের মূখ্য অবদান রাখে আসছে। কুমিল্লার আশেপাশের ৬ জেলার প্রধান শহর কুমিল্লা। |
৬. | সিলেট | ৪৬.২৩ | ৯,২৮,৮৫৩ | সিলেট | সিলেট বিভাগ | সিলেট উত্তর-পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর ও বিভাগীয় সদরদপ্তর। এটি বাংলাদেশের ৩য় বৃহত্তম এবং বিশ্বের ৮০৩ তম বৃহৎ অর্থনীতির শহর। |
৭. | রংপুর | ৩৫.৮৪ | ৩,৭০,২৯৮ | রংপুর | রংপুর বিভাগ | উত্তরবঙ্গের আটটি জেলার বিভাগীয় সদর দপ্তর,উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বিভাগীয় শহর,বাহের দেশ,রঙের শহর। |
৮. | বরিশাল | ২৮.৩৪ | ৪,০৯,৭৯৬ [৯] | বরিশাল | বরিশাল বিভাগ | বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র,বরিশাল বিভাগের পাঁচটি জেলার বিভাগীয় সদরদপ্তর,বন্দর নগরী,বাংলাদেশের বিলাসবহুল জাহাজ শিল্পের অন্যতম কেন্দ্র,পদ্মার দক্ষিন পাড়ের দ্বিতীয় বৃহত্তম বিভাগীয় শহর |
9. | ময়মনসিংহ | ২৭.৪৬ | ৩,৪৬,৮১৯ | ময়মনসিংহ | ময়মনসিংহ বিভাগ | বিভাগীয় সদর দপ্তর। শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষানগরী নামে পরিচিত। এটি বাংলাদেশের ৯ম বৃহত্তম এবং বিশ্বের ৮৬৮ তম বৃহৎ অর্থনীতির শহর। |
১০ | গাজীপুর | -- | -- | গাজীপুর | ঢাকা বিভাগ | এটি বাংলাদেশের ১০ম বৃহত্তম বৃহৎ অর্থনীতির শহর। |
১১ | নারায়ণগঞ্জ | -- | -- | নারায়ণগঞ্জ | ঢাকা বিভাগ | এটি বাংলাদেশের বৃহত্তম বৃহৎ অর্থনীতির শহর। একে বাংলার প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। |
ক্রম | নগর | নগরীর ক্রম | আয়তন (কি.মি.২) | জনসংখ্যা | জেলা | বিভাগ | বিবরন | উচ্চতম |
---|---|---|---|---|---|---|---|---|
১. | বগুড়া | ১২ তম | ৬৯.৫৬[১০] | ৯,৭৮,০০০[১০] | বগুড়া | রাজশাহী বিভাগ | জেলা সদরদপ্তর,পৌরসভা শাসিত বৃহত্তম নগরী ও উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। উত্তরবঙ্গের রাজধানী এবং প্রবেশদ্বার। | টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ হাসপাতাল (২০ তলা- ৮০ মিটার)। এটি বাংলাদেশের ৮ম এবং বিশ্বের ৯৫০ তম বৃহৎ অর্থনীতির শহর। |
২. | কুষ্টিয়া | ১৩ তম | ৪২.৭৯[১১] | ৪,১৮,৩১২[১১] | কুষ্টিয়া | খুলনা বিভাগ | জেলা সদরদপ্তর,সাংস্কৃতিক রাজধানী,বাংলাদেশের প্রথম রেলস্টেশন জগতি রেলস্টেশন অবস্থিত, উপমহাদেশের বৃহত্তম বস্ত্রকল মোহিনী মিল অবস্থিত। | সেলিমা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (১৮ তলা - ৭২ মিটার) *বিআরবি ক্যাবল টাওয়ার (৪০ তলা-২০০ মিটার) বর্তমানে নির্মানাধীন রয়েছে |
৩. | সিরাজগঞ্জ | ১৪ তম | ৩১.১১ | ৪,৫০,০০০ | সিরাজগঞ্জ জেলা | রাজশাহী বিভাগ | সিরাজগঞ্জ শহর উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর।সিরাজগঞ্জ উত্তরবঙ্গের ৪র্থ বৃহৎ শহর এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার। | সিরাজগঞ্জ শহরের সর্বোচ্চ ভবন লন্ডন গার্ডেন সিটি (১৫ তলা - ৬০ মিটার) নির্মাণাধীন।সিনার্জী ক্যাসেল ১২ তলা। |
৪. | যশোর | ১৫ তম | ২১ | ৩০০,০০০[১২]| | যশোর | খুলনা বিভাগ | দক্ষিণাঞ্চলের একটি শহর। জেলা সদরদপ্তর। যশোর বিমানবন্দর বাংলাদেশের অন্যতম ব্যস্ত আঞ্চলিক বিমানবন্দর, যশোর হাই-টেক পার্ক। | হোটেল জাবির ইন্টারন্যাশনাল (১৬ তলা - ৬৪ মিটার)। হোটেল অরিওন ইন্টারন্যাশনাল (12 তলা |
৫. | কেরানীগঞ্জ | ১৬ তম | ২৫ | ২৮০,২১১ | ঢাকা | ঢাকা বিভাগ | উপজেলা সদরদপ্তর। রাজধানীর নিকটতম নগরী। | |
৬. | কালিয়াকৈর | ১৭ তম | ২৪.৬৬[১৩] | ২৫৫,৯৬৭[১৩] | গাজীপুর | ঢাকা বিভাগ | উপজেলা সদরদপ্তর। বঙ্গবন্ধু হাইটেক পার্ক এখানে অবস্থিত। | |
৭. | সাভার | ১৮ তম | ১৪.০৮ | ২৫৫,৫৬২[১৪] | ঢাকা | ঢাকা বিভাগ | উপজেলা সদরদপ্তর। | সেনা মঞ্জিল (১৫ তলা- ৬০ মিটার) |
৮. | চাঁপাইনবাবগঞ্জ | ১৯ তম | ২৪.৬০[১৫] | ২,৪৯,২৩২[১৫] | চাঁপাই নবাবগঞ্জ | রাজশাহী বিভাগ | জেলা সদরদপ্তর | |
৯. | চুয়াডাঙ্গা | ২০ তম | ৩৮ | ২,২৪,৫২৯[১৬] | চুয়াডাঙ্গা | খুলনা বিভাগ | জেলা সদরদপ্তর। বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত ও প্রথম ডাকঘর নির্মিত। | হোটেল সাহিদ প্লেস (১২ তলা- ৪৮ মিটার)। ইম্প্যাক্ট হাসপাতাল (১৫ তলা - ৬০ মিটার) বর্তমানে নির্মানাধীন রয়েছে । |
১০. | কক্সবাজার | ২১ তম | ২৪.৪৫ | ২২৩,৫২২ | কক্সবাজার| | চট্টগ্রাম বিভাগ | জেলা সদরদপ্তর। পর্যটন রাজধানী। নগরীতে অসংখ্য ৫ তারকা হোটেল রয়েছে। | |
১৪. | পাবনা | ২২ তম | ২৭.২৭ | ২২০,০৮৮[১৭] | পাবনা | রাজশাহী বিভাগ | জেলা সদরদপ্তর | |
১১. | ব্রাহ্মণবাড়িয়া | ২৩ তম | ২২.৪৯ | ১৯৩,৮১৪ | ব্রাহ্মণবাড়িয়া | চট্টগ্রাম বিভাগ | জেলা সদরদপ্তর | |
১২. | দিনাজপুর | ২৪ তম | ২২.০০ | ১৯১,৩২৯ | দিনাজপুর | রংপুর বিভাগ | জেলা সদরদপ্তর | |
১৩. | ঝিনাইদহ | ২৫ তম | ১২.৪২ | ১৮৮,৮২২[১৮] | ঝিনাইদহ | খুলনা বিভাগ | জেলা সদরদপ্তর। | |
১৫. | ফেনী | ২৬ তম | ২৭.২০ | ১৮০০,০০০[১৯] | ফেনী | চট্টগ্রাম বিভাগ | জেলা সদরদপ্ত। দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল নগরী। | করিম টাওয়ার (১৫ তলা - ৬০ মিটার |
১৬. | টাংগাইল | ২৭ তম | ৩৩.৮০ | ১৬৭,৪১২ | টাংগাইল | ঢাকা বিভাগ | ||
১৭. | চৌমুহনী | ২৮ তম | ৩৬.০০ | ১৬৫,০০০ | নোয়াখালী | চট্টগ্রাম বিভাগ | উপজেলা সদরদপ্ত। নোয়াখালী জেলার বাণিজ্যিক কেন্দ্র | মোরশেদ আলম কমপ্লেক্স (১৫ তলা - ৬০ মিটার) |
১৮. | চাঁদপুর | ২৯ তম | ২২ | ১৫৯,০২১ | চাঁদপুর | চট্টগ্রাম বিভাগ | জেলা সদরদপ্তর | |
১৯. | তারাব | ৩০ তম | ২৪.৬০ | ১৫০,৭০৯[২০] | নারায়ণগঞ্জ | ঢাকা বিভাগ | রুপগঞ্জ উপজেলার একটি পৌরসভা | |
২০. | জামালপুর | ৩১ তম | ৫৫.২৫ | ১৫০,১৭২ | জামালপুর | ময়মনসিংহ বিভাগ | জেলা সদরদপ্তর | |
২১. | নওগাঁ | ৩২ তম | ৩৮.৩৬ | ১৫০,০২৫ | নওগাঁ | রাজশাহী বিভাগ | জেলা সদরদপ্তর | |
২২. | মাদারীপুর | ৩৪ তম | ১৪.০৫ | ১৫০,০০০[২১]| | মাদারীপুর | ঢাকা বিভাগ | জেলা সদরদপ্তর | |
২৩. | নরসিংদী | ৩৪ তম | ১৪.৮ | ১৪৬,১১৫ | নরসিংদী | ঢাকা বিভাগ | জেলা সদরদপ্তর | |
২৪. | রাজবাড়ী | ৩৫ তম | ১৭.৩৮ | ১৩৫,৮৩৭[৩৭] | রাজবাড়ী | ঢাকা বিভাগ | জেলা সদরদপ্তর। রেলের শহর হিসেবে পরিচিত। ঝালাইপট্টির চমচমের জন্য বিখ্যাত। | |
২৫. | নোয়াখালী | ৩৬ তম | ২৩.৭৯ | ১৩০,৮৪২ | নোয়াখালী | চট্টগ্রাম বিভাগ | জেলা সদরদপ্তর | |
২৬. | সৈয়দপুর | ৩৭ তম | ৩৪.৪২[২২] | ১২৭,১০৪[২২] | নীলফামারী | রংপুর বিভাগ | উপজেলা সদরদপ্তর। সৈয়দপুর বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ত আঞ্চলিক বিমানবন্দর। নগরটিতে একটি রেলওয়ে কারখানা ও ব্যস্ত রেলওয়ে স্টেশন রয়েছে। | |
২৭. | শ্রীপুর | ৩৮ তম | ৪৬.৯০ | ১২৬,২৪৯ | গাজীপুর | ঢাকা বিভাগ | উপজেলা সদরদপ্তর | |
২৮. | বাগেরহাট | ৩৯ তম | ১৫.৮৮ | ১২৫,১৭৪[২৩] | বাগেরহাট | খুলনা বিভাগ | জেলা সদরদপ্তর | |
২৮. | মৌলভীবাজার | ৪০ তম | ১০.৩৭ | ১২৫,০০০[২৪] | মৌলভীবাজার | সিলেট বিভাগ | জেলা সদরদপ্তর | |
২৯. | নাটোর | ৪১ তম | ৩৯.৮৪ | ১,৪৭,১৯৮ | নাটোর | রাজশাহী বিভাগ | জেলা সদরদপ্তর,উত্তরঞ্চলীয় সদরদপ্তর উত্তরা গণভবন,বৃহত্তমবিল চলনবিল,বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর,প্রথম চিনিকলনর্থ বেঙ্গল চিনিকল,বাংলাদেশের গভীরতম বিল হালতি,জনপ্রিয় পার্ক গ্রীনভ্যালী, পদ্মা নদী, প্রথম টেলিভিশন উপকেন্দ্র ইত্যাদি | বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১২ তলা ভবন) |
৩০. | চকরিয়া | ৪২ তম | ১৫.৪২ | ১১৮,৫৪০[২৫] | কক্সবাজার | চট্টগ্রাম বিভাগ | উপজেলা সদরদপ্তর | |
৩১. | ভৈরব | ৪৩ তম | ১৩.০৭ | ১১৮,৩০০[২৬] | কিশোরগঞ্জ | ঢাকা বিভাগ | উপজেলা সদরদপ্তর | |
৩২. | গোপালগঞ্জ | ৪৪ তম | ১০.৮২ | ১১৪,৯৫০[২৭] | গোপালগঞ্জ | ঢাকা বিভাগ | জেলা সদরদপ্তর | |
৩৩. | মাগুরা | ৪৫ তম | ৪৪.৩৬ | ১১৪,০৫৪[২৮] | মাগুরা | খুলনা বিভাগ | জেলা সদরদপ্তর | |
৩৪. | সাতক্ষীরা | ৪৬ তম | ৩২.৩৯ | ১১৩,৩২২ | সাতক্ষীরা | খুলনা বিভাগ | জেলা সদরদপ্তর | |
৩৫. | ঘোড়াশাল | ৪৭ তম | ২৭.৫ | ১১২,০০০[২৯] | নরসিংদী | ঢাকা বিভাগ | উপজেলা সদরদপ্তর | |
৩৬. | লাকসাম উপজেলা | ৪৮ তম | ১৯.৪২ | ১০৫,৯৩৫[৩০] | কুমিল্লা | চট্টগ্রাম বিভাগ | উপজেলা সদরদপ্তর। লাকসাম রেলওয়ে জংশন দেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে জংশন | |
৩৭. | মুন্সীগঞ্জ | ৪৯ তম | ১০.৮৫ | ১০৫,৬৭৭ | মুন্সীগঞ্জ | ঢাকা বিভাগ | জেলা সদরদপ্তর | |
৩৮. | শেরপুর | ৫০ তম | ২৪.৭৫ | ১০৪,০০০[৩১] | শেরপুর | ময়মনসিংহ বিভাগ | জেলা সদরদপ্তর | |
৩৯. | কিশোরগঞ্জ | ৫১ তম | ১১.৩০ | ১০৩,৭৯৮ | কিশোরগঞ্জ | ঢাকা বিভাগ | জেলা সদরদপ্তর | |
৪০. | ঈশ্বরদী | ৫২ তম | ৩১.১০ | ১০৩,২৯৫[৩২] | পাবনা | রাজশাহী বিভাগ | উপজেলা সদরদপ্তর। ঈশ্বরদীতে দেশের বৃহত্তম রেলওয়ে জংশন অবস্থিত। এখানে একটি আঞ্চলিক বিমানবন্দর ও একটি ইপিযেড রয়েছে। | |
৪১. | নেত্রকোণা | ৫৩ তম | ২১.০২ | ১০২,০০০[৩৩] | নেত্রকোণা | ময়মনসিংহ বিভাগ | জেলা সদরদপ্তর | |
৪২. | হাজীগঞ্জ | ৫৪ তম | ১৮.৫০ | ১০১,৫৭০[৩৪] | চাঁদপুর | চট্টগ্রাম বিভাগ | উপজেলা সদরদপ্তর | কাতার-কানাডা টাওয়ার (১৩ তলা- ৫২ মিটার) |
৪৪. | ধামরাই | ৫৫ তম | ৬.৯৮ | ১০০,৫০০[৩৫] | ঢাকা | ঢাকা বিভাগ | উপজেলা সদরদপ্তর | স্নোটেক্স আউটারওয়্যার লি. (৯তলা- ৩৬ মিটার) |
তথ্যসূত্র : বাংলাদেশের আদমশুমারি ২০১১[৩৬]
বিভাগ অনুসারে শহরের সংখ্যা
বিভাগ | মোট নগরীর সংখ্যা | সিটি কর্পোরেশন | জেলা পর্যায়ের নগরী | উপজেলা পর্যায়ের নগরী |
---|---|---|---|---|
ঢাকা বিভাগ | ১৮ টি | ৪ টি | ৯ টি | ৮ টি |
চট্টগ্রাম বিভাগ | ১১ | ২ টি | ৬ টি | ৪ টি |
খুলনা বিভাগ | ১১ | ১ টি | ৭ টি | ৩ টি |
রাজশাহী বিভাগ | ৮ | ১ টি | ৬ টি | ১ টি |
ময়মনসিংহ বিভাগ | ৪ | ১ টি | ৩ টি | |
রংপুর বিভাগ | ৩ | ১ টি | ১ টি | ১ টি |
সিলেট বিভাগ | ২ | ১ টি | ১ টি | |
বরিশাল বিভাগ | ১ | ১ টি | ০ টি |
কিছু পৌরনগরের চিত্রশালা
সম্পাদনাপৌরশহর
সম্পাদনাবাংলাদেশের যে শহরগুলি জনসংখ্যা ১,০০,০০০ এর কম সেগুলোকে জনসংখ্যার ভিত্তিতে ছোট শহর বা পৌরশহর হিসেবে চিহ্নিত করা হয়। পৌরসভা দ্বারা পরিচালিত এমন শহরগুলোর তালিকা হল:
আরও দেখুন
সম্পাদনা- জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের বড় শহরসমূহের তালিকা
- বাংলাদেশ
- বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের তালিকা
- বাংলাদেশের রূপরেখা
- বাংলাদেশের বিভাগসমূহ
- বাংলাদেশের জেলা
- বাংলাদেশের জেলাসমূহের তালিকা
- বাংলাদেশের উপজেলা
- বাংলাদেশের উপজেলার তালিকা
- বাংলাদেশের ইউনিয়ন
- বাংলাদেশের ইউনিয়নের তালিকা
- বাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকা
- বাংলাদেশের পৌরসভার তালিকা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Population and Housing Census 2011 - Volume 3: Urban Area Report (পিডিএফ), Bangladesh Bureau of Statistics, আগস্ট ২০১৪, ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯
- ↑ Statistical Pocketbook Bangladesh 2017 (পিডিএফ), Bangladesh Bureau of Statistics, ২০১৮
- ↑ "Bangladesh Population & Housing Census-2011" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। মার্চ ২০১৪। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Bangladesh Population & Housing Census-2011" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। মার্চ ২০১৪। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "দৈনিক জন্মভূমি-খুলনায় পানির চাহিদা মেটাচ্ছে মধুমতি নদী ইউআরএল=https://dainikjanmobhumi.com/%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE/"। মার্চ ২০১৪।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য); - ↑ "Rajshahi"। ১৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "আমাদের নগরী"। সিলেট সিটি কর্পোরেশন - Sylhet City Corporation | SCC (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৮।
- ↑ "বরিশাল জেলা"। www.barisal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৮।
- ↑ "ময়মনসিংহ সিটি কর্পোরেশন"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৮।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ ক খ "কুষ্টিয়া পৌরসভা"। municipality.kushtia.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০।
- ↑ "যশোর পৌরসভা"। www.jessorepaurashava.org। ২০২০-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১১।
- ↑ ক খ "কালিয়াকৈর উপজেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬।
- ↑ সাভার উপজেলা। Savar Upazila। ২০২০-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।
- ↑ ক খ চাঁপাইনবাবগঞ্জ জেলা। Chapainawabganj District। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১১।
- ↑ "চুয়াডাঙ্গা সদর উপজেলা"। chuadangasadar.chuadanga.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পাবনা জেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "ঝিনাইদহ পৌরসভা তথ্য বাতায়ন"। www.jhenaidahpourashava.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ফেনী পৌরসভা – 1 st Class Pouroshava In Bangladesh" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০১।
- ↑ "Municipality Short Description"। Tarabo Paurashava। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ ক খ "Saidpur"। sfd.susana.org। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬।
- ↑ "বাগেরহাট সদর উপজেলা"। sadar.bagerhat.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০।
- ↑ "মৌলভীবাজার জেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "চকরিয়া উপজেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "ভৈরব উপজেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬।
- ↑ "গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ"। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "মাগুরা জেলা"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে: ঘোড়াশাল পৌরসভার মেয়র"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "লাকসাম উপজেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "শেরপুর জেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "ঈশ্বরদী উপজেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "নেত্রকোণা জেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "Hajigonj"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ধামরাই উপজেলা"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭।
- ↑ "Population Census 2011: National Volume-3: Urban Area Report" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। পৃষ্ঠা 24–25। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।