হবিগঞ্জ
হবিগঞ্জ (সিলেটি:ꠢꠛꠤꠉꠂꠘ꠆ꠎ) বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট বিভাগের একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি হবিগঞ্জ জেলা এবং হবিগঞ্জ সদর উপজেলার সদর। এটি হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। খোয়াই নদীর পাড়ে হবিগঞ্জ শহর অবস্থিত। হবিগঞ্জ শহরের সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর হলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিভাগীয় শহর সিলেট থেকে হবিগঞ্জ শহরের দূরত্ব ৭৪কি.মি.।[২] হবিগঞ্জ এর পূর্ব নাম ছিল হাবিবগঞ্জ।
হবিগঞ্জ ꠢꠛꠤꠉꠂꠘ꠆ꠎ | |
---|---|
শহর | |
বাংলাদেশে সুনামগঞ্জ শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°০৩′৫৭″ উত্তর ৯১°২৪′২৮″ পূর্ব / ২৫.০৬৫৯৪৮° উত্তর ৯১.৪০৭৬৯৪° পূর্বস্থানাঙ্ক: ২৫°০৩′৫৭″ উত্তর ৯১°২৪′২৮″ পূর্ব / ২৫.০৬৫৯৪৮° উত্তর ৯১.৪০৭৬৯৪° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | হবিগঞ্জ সদর উপজেলা |
মহকুমা শহর | ১৮৭৮ |
পৌরশহর | ১৯৭২ |
জেলা শহর | ১৯৮৪ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | হবিগঞ্জ পৌরসভা |
• পৌরমেয়র | মোঃ মিজানুর রহমান[১] |
আয়তন | |
• মোট | ৯.০৫ বর্গকিমি (৩.৪৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৯৫,০০০ |
• জনঘনত্ব | ১০,০০০/বর্গকিমি (২৭,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
জনসংখ্যাসম্পাদনা
হবিগঞ্জ শহরের মোট জনসংখ্যা প্রায় ৯৫,০০০ জন।
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪°২৩′০২″ উত্তর ৯১°২৫′০১″ পূর্ব / ২৪.৩৮৪০০৫৫° উত্তর ৯১.৪১৬৮৯৭৪° পূর্ব[৩]। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১২.৯২ মিটার।[৪]
প্রশাসনসম্পাদনা
১৯৭২ সালে হবিগঞ্জ শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে হবিগঞ্জ পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৭৩টি মহল্লায় বিভক্ত । ৯.০৫ বর্গ কি.মি. আয়তনের হবিগঞ্জ শহর এলাকাটি হবিগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৫]
শিক্ষা ব্যবস্থাসম্পাদনা
হবিগঞ্জ শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬০ ভাগ।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "হবিগঞ্জ পৌরসভার মেয়র"। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২।
- ↑ "Distance from Habiganj to Khulna (Bangladesh)"। geodatos.net। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "habiganj Latitude and Longitude"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "elevation for Habiganj, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "এক নজরে পৌরসভা"। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।