হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের একটি সরকারি কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা ১লা এপ্রিল ২০১৯ এ আইনটি পাস করে।[][] এটি ২০২০ সালে হবিগঞ্জ সদর উপজেলা ভাদোইতে প্রতিষ্ঠিত হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পাঁচটি অনুষদের এর একাডেমিক কার্যক্রম শুরু হয়।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০২০ (2020)
বাজেট৳১৫.২০ কোটি (২০২৪-২৫)[]
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪৫
শিক্ষার্থী১৮০
ঠিকানা
ভাদোই
, ,
৩৩০০
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন৭৭৬.৮৮ একর (প্রস্তাবিত)
ভাষাবাংলা, ইংরেজি
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.hau.ac.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

২০১৪ সালের ২৯ নভেম্বর সরকার প্রধান শেখ হাসিনা হবিগঞ্জ জনসভায় হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেয়।[][] হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ অনুযায়ী হবিগঞ্জ জেলার সদর উপজেলায় প্রায় ৭৭৬.৮৮৫ একর জমি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণ করা হয় ।[]

অনুষদ এবং বিভাগসমূহ

সম্পাদনা

কৃষি অনুষদ, মৎস্য অনুষদ এবং পশু চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদ নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে। []

পশুচিকিত্সা, পশু ও জৈবচিকিৎসা বিজ্ঞান অনুষদ

সম্পাদনা
  • শারীরস্থান এবং হিস্টোলজি
  • শারীরবিদ্যা
  • ফার্মাকোলজি এবং অগদতন্ত্র
  • অণুজীববিজ্ঞান ও জনস্বাস্থ্য
  • প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা
  • রোগবিদ্যা
  • পরজীবীবিদ্যা
  • জিনতত্ত্ব এবং পশু প্রজনন
  • দুগ্ধ বিজ্ঞান
  • পোল্ট্রি বিজ্ঞান
  • মহামারী এবং প্রতিরোধক মেডিসিন
  • পশু পুষ্টি
  • ঔষধ
  • অস্ত্রোপচার
  • থেরিওজেনোলোজি

কৃষি অনুষদ

সম্পাদনা
  • কৃষিবিদ্যা
  • মৃত্তিকা বিজ্ঞান
  • কীটতত্ত্ব
  • উদ্যানবিদ্যা
  • উদ্ভিদ রোগবিদ্যা
  • শস্য উদ্ভিদবিদ্যা
  • উদ্ভিদের জিনতত্ত্ব এবং জৈবপ্রযুক্তি
  • কৃষি সম্প্রসারণ ও তথ্য ব্যবস্থা
  • কৃষিবনায়ন ও পরিবেশ বিজ্ঞান
  • কৃষি রসায়ন
  • প্রাণরসায়ন এবং আণবিক জীববিজ্ঞান

মৎস্য ও মহাসাগর বিজ্ঞান অনুষদ

সম্পাদনা
  • মাছ জীববিজ্ঞান এবং জিনতত্ব
  • অ্যাকুয়াকালচার
  • মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা
  • মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ
  • মহাসমুদ্রবিদ্যা
  • মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা

উপাচার্যবৃন্দ

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
অধ্যাপক ড. মো. আবদুল বাসেত[] ২৩ মার্চ ২০২১ ১ অক্টোবর ২০২৪
অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ২ অক্টোবর ২০২৪[] বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  2. "হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয় : আইনের খসড়ার নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়!"দৈনিক ভোরের কাগজ। এপ্রিল ২, ২০১৯। সংগ্রহের তারিখ জুলাই ৯, ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "মন্ত্রিসভায় দুটি আইনের খসড়া অনুমোদন"রাইজিং বিডি। এপ্রিল ১, ২০১৯। সংগ্রহের তারিখ জুলাই ৯, ২০১৯ 
  4. "তিনটি অনুষদ নিয়ে হবিগঞ্জে চালু হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়!"ক্যাম্পাস লাইভ ২৪। এপ্রিল ৩, ২০১৯। ১৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৯, ২০১৯ 
  5. "হবিগঞ্জে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়"বার্তা ২৪। এপ্রিল ১, ২০১৯। সংগ্রহের তারিখ জুলাই ৯, ২০১৯ 
  6. "Habiganj Agricultural University"Habiganj Agricultural University (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মো. আবদুল বাসেত"প্রথম আলো। ২৩ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  8. "মেধাভিত্তিক ও বৈষম্যমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার নিয়ে যোগদান করেছেন হকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ"হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা