দোহাজারী
বাংলাদেশের শহর
দোহাজারী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। আয়তনের ভিত্তিতে শহরটি চন্দনাইশ উপজেলার বৃহত্তম শহর।
দোহাজারী | |
---|---|
শহর | |
বাংলাদেশে মাটিরাঙা শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১০′০০″ উত্তর ৯২°০৪′২৪″ পূর্ব / ২২.১৬৬৬৩৯° উত্তর ৯২.০৭৩২৮৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | চন্দনাইশ উপজেলা |
পৌর শহর | ২০১৭ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | দোহাজারী পৌরসভা |
আয়তন | |
• মোট | ৪০.৭৪ বর্গকিমি (১৫.৭৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ৫৬,৬৩৩ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
জনসংখ্যা
সম্পাদনাদোহাজারী শহরের মোট জনসংখ্যা ৫৬,৬৩৩ জন। [১]
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাশহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°১০′০০″ উত্তর ৯২°০৪′২৪″ পূর্ব / ২২.১৬৬৬৩৯° উত্তর ৯২.০৭৩২৮৮° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৭.৩৩ মিটার।[২]
প্রশাসন
সম্পাদনা২০০৪ সালে দোহাজারী শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে দোহাজারী পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ১১টি ওয়ার্ড এ বিভক্ত । ৪০.৭৪ বর্গ কি.মি. আয়তনের দোহাজারী শহর এলাকাটি দোহাজারী পৌরসভা দ্বারা পরিচালিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পৌরসভায় উন্নীত হলো দোহাজারী - Suprobhat Bangladesh"। suprobhat.com। ১০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২০।
- ↑ "latitude, longitude and elevation of Baghaichhari, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।