হাতিয়া
হাতিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপে অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি হাতিয়া উপজেলার সদর। শহরটি হাতিয়া উপজেলার বৃহত্তম শহর।
হাতিয়া | |
---|---|
শহর | |
বাংলাদেশে হাতিয়া শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৭′১৭″ উত্তর ৯১°০৮′২৪″ পূর্ব / ২২.২৮৮০৭° উত্তর ৯১.১৪০১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম |
জেলা | নোয়াখালী |
উপজেলা | হাতিয়া |
পৌরসভা | ২০০৫ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | হাতিয়া |
• পৌরমেয়র | এ কে এম ইউছুপ আলী |
আয়তন | |
• মোট | ৭৬.৫৩ বর্গকিমি (২৯.৫৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮৬,৫১৪ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
জনসংখ্যা
সম্পাদনাবাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী হাতিয়া শহরের মোট জনসংখ্যা ৮৬,৫১৪ জন যার মধ্যে ৪২,২১১ জন পুরুষ এবং ৪৪,২০৩ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৫। শহরে মোট হোল্ডিং সংখ্যা রয়েছে ১৭,৬৩৯টি।[১]
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাশহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°১৭′১৭″ উত্তর ৯১°০৮′২৪″ পূর্ব / ২২.২৮৮০৭° উত্তর ৯১.১৪০১° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৫ মিটার।[২]
প্রশাসন
সম্পাদনা২০০৫ সালে হাতিয়া শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে হাতিয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ২৩টি মহল্লায় বিভক্ত । ৭৬.৫৩ বর্গ কি.মি. আয়তনের হাতিয়া শহরের ৩০.৫৬ বর্গ কি.মি. এলাকা হাতিয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাহাতিয়া শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৪৩.৩ ভাগ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৯৮। ২০১৯-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।
- ↑ "latitude, longitude and elevation of Hatia, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।
- ↑ "এক নজরে হাতিয়া পৌরসভা"। ২৪ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।