কালাই উপজেলা

জয়পুরহাট জেলার একটি উপজেলা

কালাই উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।

কালাই
উপজেলা
মানচিত্র
প্রতিক্রিয়াশীল মানচিত্রে কালাই উপজেলা
কালাই রাজশাহী বিভাগ-এ অবস্থিত
কালাই
কালাই
কালাই বাংলাদেশ-এ অবস্থিত
কালাই
কালাই
বাংলাদেশে কালাই উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৩′৩৩″ উত্তর ৮৯°১০′৪৫″ পূর্ব / ২৫.০৫৯১৭° উত্তর ৮৯.১৭৯১৭° পূর্ব / 25.05917; 89.17917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাজয়পুরহাট জেলা
আসনজয়পুরহাট-২
সরকার
 • উপজেলা চেয়ারম্যানমোঃ মিনফুজুর রহমান মিলন (বাংলাদেশ আওয়ামী লীগ )
আয়তন
 • মোট১৬৬.৩ বর্গকিমি (৬৪.২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,২৯,৩২৯
 • জনঘনত্ব৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৮০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ৩৮ ৫৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

এই উপজেলার উত্তরে পাঁচবিবি উপজেলাগাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা,দক্ষিণে ক্ষেতলাল উপজেলাবগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, পূর্বে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাগাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা, পশ্চিমে জয়পুরহাট সদর উপজেলাক্ষেতলাল উপজেলা

ইতিহাস সম্পাদনা

১৯৮৩ সালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা হতে মাত্রাই, কালাই (বর্তমানে আহম্মেদাবাদ), উদয়পুর, জিন্দারপুর এবং পুনট এই পাঁচটি ইউনিয়ন নিয়ে কালাই থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এটি কালাই উপজেলা হিসেবে যাত্রা শুরু করে।

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

ভাষা ও সংষ্কৃতি সম্পাদনা

এ অঞ্চলের মূল ভাষা বাংলা, তাছাড়া উপজাতিদের নিজস্ব ভাষা ব্যবহার করতে দেখা যায়। এখানে ১৫টি হাটবাজার রয়েছে ও বছরে তিনবার মেলা হয়ে থাকে। তার মধ্যে কালাই হাট, মোলামগাড়ি হাট, পুনট হাট ও হারুঞ্জা হাট এবং কালাই মেলা, পুনট মেলা ও মোলামগাড়ি মেলা উল্লেখযোগ্য।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এই উপজেলায় ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে;[২] এগুলো হলোঃ

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

এই উপজেলার বর্তমান জনসংখ্যা ১,২৯,৩২৯ জন; তার মধ্যে পুরুষ ৬৫,৪৩১ জন এবং মহিলা ৬৩,৮৯৮ জন। মুসলিম রয়েছেন ১,২৩,৪৯০ জন, হিন্দু রয়েছে ৫,৫৪৮ জন, বৌদ্ধ ৪১ এবং অন্যান্য ২৫০ জন। তাছাড়া সাঁওতাল, বুনো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে এ উপজেলায়।

স্বাস্থ্য সম্পাদনা

এই উপজেলায় একটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

শিক্ষা সম্পাদনা

এই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলোঃ

  • কালাই ডিগ্রী কলেজ
  • কালাই সরকারী মহিলা কলেজ
  • হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা
  • কালাই এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয়
  • কালাই বালিকা উচ্চ বিদ্যালয়
  • আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল
  • ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি
  • পুনট উচ্চ বিদ্যালয়
  • পুনট দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসা
  • পুনট বালিকা উচ্চ বিদ্যালয়
  • শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়
  • কাকলি শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুল
  • নান্দাইল দিঘী কলেজ

কৃষি সম্পাদনা

এই উপজেলার প্রধান রপ্তানি দ্রব্য আলু, ধান, সরিষা

অর্থনীতি সম্পাদনা

এই উপজেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক অর্থনীতি।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কালাই থানার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কটি এই উপজেলার উপর দিয়ে গিয়েছে।

দর্শনীয় স্থান ও স্থাপনা সম্পাদনা

বিবিধ সম্পাদনা

এই উপজেলার সবগুলো ওয়ার্ড এবং ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন রয়েছে। তবে, মাত্র ২৭.৬১% পরিবার বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পায়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪ 
  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "ইউনিয়নসমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা