ক্ষেতলাল উপজেলা
ক্ষেতলাল উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
ক্ষেতলাল | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে ক্ষেতলাল উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°১′১২.০০০″ উত্তর ৮৯°৬′৩৬.০০০″ পূর্ব / ২৫.০২০০০০০০° উত্তর ৮৯.১১০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
আয়তন | |
• মোট | ১৪২.৬ বর্গকিমি (৫৫.১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,১৫,৮৭১[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৮৬ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৯২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৩৮ ৬১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
এই উপজেলার উত্তরে পাঁচবিবি উপজেলা, পূর্বে কালাই উপজেলা ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, দক্ষিণে আক্কেলপুর উপজেলা ও বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা ও পশ্চিমে জয়পুরহাট সদর উপজেলা[১]
ইতিহাসসম্পাদনা
১৭৯৩ সালে ক্ষেতলাল অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়।[২]
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
ভাষা ও সংষ্কৃতিসম্পাদনা
সবাই বাংলা ভাষায় কথা বলে। অত্র স্থানে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীর লোক রয়েছে।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
পৌরসভা
ইউনিয়ন সমূহ
স্বাস্থ্যসম্পাদনা
শিক্ষাসম্পাদনা
মাধ্যমিক শিক্ষায় ছেলেরা এগিয়ে আছে।[তথ্যসূত্র প্রয়োজন]
কৃষিসম্পাদনা
এখানে প্রচুর পরিমাণ আলু ,ধান,করলা, বেগুন,কাঁচা মরিচ উৎপাদিত হয়। এই থানায় উৎপাদিত ফসল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
অর্থনীতিসম্পাদনা
সারা বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ আলুর চাহিদা এখান থেকে যোগান দেওয়া হয়ে থাকে।[তথ্যসূত্র প্রয়োজন]
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা
ফালতু যোগাযোগ ব্যবস্থা,নাই কোন হাইওয়ে নাই কোন রেলসংযোগ। নাই কোন ভালো বাস স্টেশন এবং চেয়ার কোচ সার্ভিস
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
দর্শনীয় স্থান ও স্থাপনাসম্পাদনা
১. হিন্দা মসজিদ ২.আছরাঙ্গা দিঘী ৩. বিলের ঘাট(রাখালীয়া ব্রীজ) ৪. উপজেলা চত্বর ৫. তুলসিগঙ্গা ও হারাবতি নদী
বিবিধসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "এক নজরে ক্ষেতলাল"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ২৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
- ↑ ধনঞ্জয় রায়, দিনাজপুর জেলার ইতিহাস, কে পি বাগচী অ্যান্ড কোম্পানি কলকাতা, প্রথম প্রকাশ ২০০৬, পৃষ্ঠা ২১১
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "ইউনিয়ন সমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |