শাহরাস্তি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি শহর। এটি চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলার প্রশাসনিক সদরদপ্তর ও প্রধান শহর।

শাহরাস্তি
শহর
শাহরাস্তি বাংলাদেশ-এ অবস্থিত
শাহরাস্তি
শাহরাস্তি
বাংলাদেশে শাহরাস্তি শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৩′৫২″ উত্তর ৯০°৫৬′৫৮″ পূর্ব / ২৩.২৩১১৬৯° উত্তর ৯০.৯৪৯৩০৯° পূর্ব / 23.231169; 90.949309
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাশাহরাস্তি উপজেলা
উপজেলা শহর১৯৮৩
পৌরশহর১৫ই অক্টোবর ১৯৯৮
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকশাহরাস্তি পৌরসভা
 • পৌরমেয়রহাজি আবদুল লতিফ [১]
আয়তন
 • মোট১৫.৬৫ বর্গকিমি (৬.০৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৮,২৮৭
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

শাহরাস্তি শহরের অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১৩′৫২″ উত্তর ৯০°৫৬′৫৮″ পূর্ব / ২৩.২৩১১৬৯° উত্তর ৯০.৯৪৯৩০৯° পূর্ব / 23.231169; 90.949309। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১১ মিটার

নামকরণ সম্পাদনা

এই শহরে হযরত শাহজালাল (র.) এর সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার একজন হযরত শাহরাস্তি এর মাজার অবস্থিত। স্থানীয় জনগণের সমর্থনে হযরত শাহরাস্তি এর নামানুসারে শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়। উপজেলার প্রধান শহর ও উপজেলা সদর হিসেবে এ শহরের নামও শাহরাস্তি হয়।[২]

ইতিহাস সম্পাদনা

১৯৮৩ সালে হাজীগঞ্জ উপজেলার পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলা গঠিত হলে শাহরাস্তি শহরাঞ্চলকে উপজেলা শহর করা হয়। ১৯৯৮ সালে শাহরাস্তি পৌরসভা প্রতিষ্ঠিত হলে শহরটি পৌরশহরের মর্যাদা লাভ করে।[৩]

প্রশাসন সম্পাদনা

শাহরাস্তি শহর শাহরাস্তি পৌরসভা দ্বারা পরিচালিত হয়। শহরটি ১২টি ওয়ার্ড এবং ১৮টি মহল্লায় বিভক্ত। ১৫.৬৫ বর্গ কি.মি. আয়তনের শাহরাস্তি শহরের ৩.৫০ বর্গ কি.মি. শাহরাস্তি পৌরসভা দ্বারা শাসিত হয়। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।[৪]

জনসংখ্যা সম্পাদনা

বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী শাহরাস্তি শহরের মোট জনসংখ্যা ২৮,২৮৭ জন যার মধ্যে ১৩,৬৯৫ জন পুরুষ এবং ১৪,৫৯২ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৭:১০০। [৫]

খেলাধুলা সম্পাদনা

এখানে হা-ডু-ডু, গোল্লাছুট, ক্রিকেট, ফুটবল, কানামাছি ভোঁ ভোঁ, দাড়িয়াবান্ধা ইত্যাদি খেলা হয়ে থাকে।[৬]

নদী সম্পাদনা

শাহরাস্তির অন্যতম নদী হল ডাকাতিয়া। শাহরাস্তি ডাকাতিয়া নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। ডাকাতিয়ার দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার।[৭]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শাহরাস্তি শহরের স্বাক্ষরতার হার ৬৭%। এ শহরে ২টি কলেজ, ৪টি মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জনপ্রতিনিধিদের তালিকা-শাহরাস্তি পৌরসভার মেয়র"। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪ 
  2. "শাহরাস্তি নামকরণের পটভূমি"। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৫ 
  3. "শাহরাস্তি শহরের ইতিহাস"। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৫ 
  4. "এক নজরে শাহরাস্তি পৌরসভা"। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৫ 
  5. "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৮২। ২০১৯-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৫ 
  6. "খেলাধুলা ও বিনোদন"। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৫ 
  7. "শাহরাস্তি- নদী পরিচিতি"। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৫