শাহরাস্তি পৌরসভা
শাহরাস্তি পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।
শাহরাস্তি | |
---|---|
পৌরসভা | |
শাহরাস্তি পৌরসভা | |
বাংলাদেশে শাহরাস্তি পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৩′৩২″ উত্তর ৯০°৫৬′৫১″ পূর্ব / ২৩.২২৫৫৬° উত্তর ৯০.৯৪৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | শাহরাস্তি উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৫ অক্টোবর, ১৯৯৮ |
সরকার | |
• পৌর মেয়র | আব্দুল লতিফ (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩.৫০ বর্গকিমি (১.৩৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬২,৬৫০ |
• জনঘনত্ব | ১৮,০০০/বর্গকিমি (৪৬,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৯৩.৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাশাহরাস্তি পৌরসভার আয়তন ১৩.৩৮ বর্গ কিলোমিটার (৩,৩০৭ একর)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি পৌরসভার মোট জনসংখ্যা ২৮,২৮৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,৬৯৫ জন এবং মহিলা ১৪,৫৯২ জন। মোট পরিবার ৫,৮১৫টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাশাহরাস্তি উপজেলার উত্তরাংশে শাহরাস্তি পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে মেহের উত্তর ইউনিয়ন ও টামটা উত্তর ইউনিয়ন, পশ্চিমে টামটা দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে মেহের দক্ষিণ ইউনিয়ন এবং পূর্বে মেহের উত্তর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনানামকরণ
সম্পাদনাহযরত বোগদাদি শাহরাস্তি (রহ.) এর নামে নামকরণ করা হয় এই উপজেলা।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা১৯৯৮ সালের ১৫ অক্টোবর শাহরাস্তি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে গ শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হলেও ২০১২ সালের ১১ জুলাই পৌরসভাটি খ শ্রেণীতে এবং ২০১৪ সালের ২৩ জুন ক শ্রেণীতে উন্নীত করা হয়। [২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাশাহরাস্তি পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি পৌরসভার সাক্ষরতার হার ৬৭%।[১] এ পৌরসভায় ২টি কলেজ, ৪টি মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাস্বপ্নীল কিন্ডার গার্ডেন স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুমিল্লা বিশ্বরোড হতে চাঁদপুর যাওয়ার মধ্যপথেই শাহরাস্তি গেট, দোয়াভাঙ্গা নামক স্থানে নেমে যাওয়া যায় শাহরাস্তিতে।
অর্থনীতি
সম্পাদনামূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্স থেকে এ পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।
জনপ্রতিনিধি
সম্পাদনামেয়র- হাজী আবদুল লতিফ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "চাঁদপুর বার্তা"। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |