টামটা দক্ষিণ ইউনিয়ন
টামটা দক্ষিণ বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়ন।
টামটা দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
২নং টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে টামটা দক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৪′২০″ উত্তর ৯০°৫৪′৪৩″ পূর্ব / ২৩.২৩৮৮৯° উত্তর ৯০.৯১১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | শাহরাস্তি উপজেলা |
আয়তন | |
• মোট | ১৫.৮৪ বর্গকিমি (৬.১২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৯,২৫৯ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাটামটা দক্ষিণ ইউনিয়নের আয়তন ৩,৯১৬ একর (১৫.৮৫ বর্গ কিলোমিটার।)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টামটা দক্ষিণ ইউনিয়নের জনসংখ্যা ৪৭,৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ২২,৭৮১ জন এবং মহিলা ২৫,২০২ জন। মোট পরিবার ৯,৭৬৭টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাশাহরাস্তি উপজেলার উত্তর-পশ্চিমাংশে টামটা দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে টামটা উত্তর ইউনিয়ন, পূর্বে শাহরাস্তি পৌরসভা ও মেহের দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়ন ও হাজীগঞ্জ পৌরসভা অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক কাঠামো
সম্পাদনাটামটা দক্ষিণ ইউনিয়ন শাহরাস্তি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টামটা দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৪%।[১] বর্তমানে সাক্ষরতার হার ৮০+%
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়।
- টামটা আর্দশ উচ্চ বিদ্যালয়।
- আজাগরা সরকারি প্রথমিক বিদ্যালয়।
- কুলশী সরকারি প্রথমিক বিদ্যালয়।
- শিবপুর তালিমুল কোরআন মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাটামটা দক্ষিণ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চাঁদপুর-শাহরাস্তি সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
সম্পাদনাটামটা দক্ষিণ ইউনিয়ন এ খাল এর সংখ্যা মোট ২০ টি নদির সংখ্যা ১ টি সবাই ডাকাতিয়া নদী নামে বলে এবং সবাই এই নামে চিনেন! এই নদী চাঁদপুর মেঘনা নদীর সাথে মিলিত হয়েচে!
হাট-বাজার
সম্পাদনাটামটা দক্ষিণ ইউনিয়ন এ ২ টা নাম করা বাজার আছে একটি উয়ারুক বাজার আরেকটি সাহেব বাজার-
দর্শনীয় স্থান
সম্পাদনাবেড়ীরপাড়, ওয়ারুক বাজার থেকে একটু সামনে টামটা রোডের দক্ষিণ পাশে
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাএডভোকেট মৃত ওসিউদ্দিন আহমেদ। শিবপুর মুক্তেয়ার বাড়ি। মৃত শামসুউদ্দিন চ্যায়ারম্যান(উপজেলা ভাইস চ্যায়ারম্যান)শিবপুর মুক্তেয়ার বাড়ি। সফিউল্লা বিএসসি, শিবপুর।
জনপ্রতিনিধি
সম্পাদনামানিক ভুইয়া, চেয়ারম্যান, টামটা দক্ষিণ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |