লালমনিরহাট

বাংলাদেশের মানব বসতি

লালমনিরহাট বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি লালমনিরহাট জেলা এবং লালমনিরহাট সদর উপজেলার সদর দপ্তর। এটি লালমনিরহাট জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর। বিভাগীয় শহর রংপুর থেকে লালমনিরহাটের দূরত্ব ৫০ কি.মি.।

ইতিহাস

সম্পাদনা

লালমনিরহাট ২৫°৫৪′৪২″ উত্তর ৮৯°২৬′৩″ পূর্ব / ২৫.৯১১৬৭° উত্তর ৮৯.৪৩৪১৭° পূর্ব / 25.91167; 89.43417 স্থানাঙ্কে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ৫৩ মিটার। লালমনিরহাট শহরের আয়তন ১৭.৬২ বর্গকিলোমিটার, যার সম্পুর্ণটিই পৌরসভা দ্বারা শাসিত হয়।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী লালমনিরহাট শহরের জনসংখ্যা ছিল জন। যার মধ্যে পুরুষ জন এবং নারী জন। নারী ও পুরুষের লিঙ্গ অনুপাত ১০০:১০৪, যেখানে জাতীয় লিঙ্গ অনুপাত হল ১০০.৩ এবং জাতীয় শহুরে লিঙ্গ অনুপাত হল ১০৯.৩। ২০১১ সালে তথ্য অনুযায়ী স্বাক্ষরতার হার ৬৬%, যেখানে জাতীয় শহুরে স্বাক্ষরতার হার ৬৬.৪% ও জেলার স্বাক্ষতার হার ৪৪.৪%। শহরে ১৩৮৯৭টি পরিবার রয়েছে।

শিক্ষা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা