ফুলপুর উপজেলা

ময়মনসিংহ জেলার একটি উপজেলা

ফুলপুর বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা। এটিই ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় উপজেলা।

ফুলপুর
উপজেলা
ফুলপুর উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য
ফুলপুর উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য
মানচিত্রে ফুলপুর উপজেলা
মানচিত্রে ফুলপুর উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৫৭′০″ উত্তর ৯০°২১′৪২″ পূর্ব / ২৪.৯৫০০০° উত্তর ৯০.৩৬১৬৭° পূর্ব / 24.95000; 90.36167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
আয়তন
 • মোট৩১৯.০১ বর্গ কি.মি বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৩,১৫,২৭২
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬১ ৮১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

উত্তরে হালুয়াঘাট উপজেলাধোবাউড়া উপজেলা, দক্ষিণে ময়মনসিংহ সদর উপজেলা, পূর্বে গৌরীপুর উপজেলানেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা, পশ্চিমে শেরপুর জেলার নকলা উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ফুলপুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ফুলপুর থানার আওতাধীন।[২]

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ৩,১৫,২৭২ জন। এর মধ্যে পুরুষ ১,৫৫,৮০১ জন এবং মহিলা ১,৫৯,৪১৭ জন।

নদীসমূহ সম্পাদনা

ফুলপুর উপজেলায় অনেকগুলো নদী আছে। সেগুলো হচ্ছে:

[৩][৪]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

ঐতিহাসিক স্থান সম্পাদনা

  • সর্চাপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, সদর
  • ঐতিহাসিক সরচাপুর গোদারাঘাট
  • নীলগঞ্জ বধ্যভূমি, ভাইটকান্দি

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ফুলপুর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. "ইউনিয়নসমূহ - ফুলপুর উপজেলা"phulpur.mymensingh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  3. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০০, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  4. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৭। আইএসবিএন 984-70120-0436-4 

বহিঃসংযোগ সম্পাদনা