কুষ্টিয়া
কুষ্টিয়া (বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি শহর। কুষ্টিয়া পৌরসভার আয়তন ৫৪.১৩ বর্গকিলোমিটার (২০.৯০ মা২)[১] যা কুষ্টিয়াকে বাংলাদেশের ১৩শ বৃহত্তম ও খুলনা বিভাগের ২য় বৃহত্তম শহরের মর্যাদা দিয়েছে।
)কুষ্টিয়া | |
---|---|
মহানগর | |
ডাকনাম: সাংস্কৃতিক রাজধানী | |
স্থানাঙ্ক: ২৩°৫৪′ উত্তর ৮৯°০′ পূর্ব / ২৩.৯০০° উত্তর ৮৯.০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা |
জেলা | কুষ্টিয়া |
উপজেলা | কুষ্টিয়া সদর |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | কুষ্টিয়া পৌরসভা |
আয়তন[১] | |
• পৌর এলাকা | ৫৪.১৩ বর্গকিমি (২০.৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২২) | |
• ক্রম | ১৩ তম |
• পৌর এলাকা।[২] | ৪,১৮,৩১২ |
• পৌর এলাকার জনঘনত্ব | ৭,৭০০/বর্গকিমি (২০,০০০/বর্গমাইল) |
Postal code | ৭০০০ |
ইতিহাস
১৮৬৯ সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিলটন'স গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে কুষ্টি নদীবন্দর স্থাপিত হয়। এই নদীবন্দর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশি ব্যবহার করত। কিন্তু কুষ্টিয়াই নীলচাষী ও নীলকরদের আগমনের পরেই নগরায়ন শুরু হয়। ১৮৬০ সালে কলকাতার সাথে কুষ্টিয়ার সরাসরি রেললাইন স্থাপিত হয়। একারণে এ অঞ্চল শিল্প-কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল। তৎকালীন সময়ে কুষ্টিয়াই রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড (১৮৯৬), মোহিনী মিল (১৯০৮) প্রতিষ্ঠিত হয়।[৩]
ভূগোল
কুষ্টিয়া রাজধানী ঢাকা থেকে পশ্চিমে, খূলনা থেকে উত্তরে এবং রাজশাহী থেকে দক্ষিণ-পূর্বে, ২৩º৪২΄ উত্তর অক্ষাংশ থেকে ২৩º৫৯΄ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮º৫৫΄ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯º০৪΄ দ্রাঘিমাংশে অবস্থিত। এর মোট আয়তন ৫৪.১৩ বর্গকিলোমিটার (২০.৯০ মা২)।
যোগাযোগ ব্যবস্থা
সড়কপথ
কুষ্টিয়া শহরে ০২টি বাস টার্মিনাল রয়েছে।
- কুষ্টিয়া থেকে বিভাগীয় শহরের (শুধুমাত্র শহর) দুরত্ব-
শহরের নাম | সড়ক | দুরত্ব (কি.মি.) |
---|---|---|
ঢাকা | কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা | ২১২.৪ |
চট্রগ্রাম | কুষ্টিয়া-ফরিদপুর-ঢাকা-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম | ৪৩১.৮ |
খুলনা | কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা | ১৫৪.৪ |
রাজশাহী | কুষ্টিয়া-ঈশ্বরদী-রাজশাহী | ১০৬.৮ |
সিলেট | কুষ্টিয়া-ফরিদপুর-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট | ৪২৮.৪ |
রংপুর | কুষ্টিয়া-ঈশ্বরদী-নাটোর-বগুড়া-রংপুর | ২৪৮.৬ |
বরিশাল | কুষ্টিয়া-ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল | ২১৪.৮ |
ময়মনসিংহ | কুষ্টিয়া-ঈশ্বরদী-বনপাড়া-এলেঙ্গা-ময়মনসিংহ | ২৪০.৮ |
- কুষ্টিয়া থেকে বিভিন্ন জেলা শহরের (শুধুমাত্র শহর) দুরত্ব-
শহরের নাম | সড়ক | দুরত্ব (কি.মি.) |
---|---|---|
মেহেরপুর | কুষ্টিয়া-মেহেরপুর | ৫৮.০০ |
চুয়াডাঙ্গা | কুষ্টিয়া-চুয়াডাঙ্গা | ৫০.০০ |
ঝিনাইদহ | কুষ্টিয়া-ঝিনাইদহ | ৪৬.০০ |
রাজবাড়ী | কুষ্টিয়া-রাজবাড়ী | ৬৫.১০ |
মাগুরা | কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরা | ৭৩.১০ |
পাবনা | কুষ্টিয়া-ঈশ্বরদী-পাবনা | ৫৪ .৭০ |
যশোর | কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর | ৯৩.৫০ |
বগুড়া | কুষ্টিয়া-ঈশ্বরদী-নাটোর-বগুড়া | ১৪১.৪ |
ফরিদপুর | কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর | ৯৫ |
গোপালগঞ্জ | কুষ্টিয়া-ফরিদপুর-ভাঙ্গা-কাশিয়ানি-গোপালগঞ্জ | ১৬৯ ৭০ |
কুমিল্লা | কুষ্টিয়া-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা-কুমিল্লা | ২৮৫.৭০ |
দিনাজপুর | কুষ্টিয়া-ঈশ্বরদী-নাটোর-বগুড়া-রংপুর-দিনাজপুর | ২৭৮.১০ |
কক্সবাজার | কুষ্টিয়া-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম-কক্সবাজার | ৫৭৫.২ |
রেলপথ
কুষ্টিয়া শহরে ০৩টি রেলওয়ে স্টেশন রয়েছে।
ক্রম | স্টেশনের নাম | চিত্র | প্লাটফর্ম | ট্রেন সেবা | অবস্থান |
---|---|---|---|---|---|
০১ | জগতি রেলওয়ে স্টেশন | ০১ |
|
জগতি | |
০২ | কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন | ০১ |
|
থানা পাড়া | |
০৩ | কুষ্টিয়া রেলওয়ে স্টেশন | ০১ |
|
মিল পাড়া |
আকাশপথ
কুষ্টিয়াই কোন বিমানবন্দর নেই। তবে ২০১৯ সালের এক সম্মেলনে কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়াই বিমানবন্দর নির্মাণের জন্য আশ্বাস দিয়েছেন।[৪]
শিক্ষা ব্যবস্থা
চিকিৎসা ব্যবস্থা
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ১৯৬২ সালে স্থাপিত হয়। ১৯৬৩ সালে ১০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। ২০০০ সালে হাসপাতালটি ১৫০ শয্যায় উন্নীত হয়, সর্বশেষ ২০০৭ সাল থেকে বর্তমানে হাসপাতালের শয্যা ২৫০টি।[৫][৬] কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণাধীন থাকায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের কয়েকটি বিভাগের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবহার করা হতো। এর সময়কাল ২০১৩-বর্তমান।[৬] ২০২৪ সালের মার্চ মাসে অস্থায়ী ক্যাম্পাসগুলো মূল ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।
মেডিকেল কলেজ
কুষ্টিয়া জেলায় ০১টি সরকারি ও ০১টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।
বেসরকারি চিকিৎসা কেন্দ্র
কুষ্টিয়া শহরের উল্লেখযোগ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকা -
নং | নাম | অবস্থান |
---|---|---|
০১ | পপুলার ডায়াগনস্টিক সেন্টার | কলেজ মোড় |
০২ | সনো ডায়াগনস্টিক সেন্টার | |
০৩ | আমিন ডায়াগনস্টিক এন্ড মেডিক্যাল সার্ভিসেস | |
০৪ | শাপলা ডায়াগনস্টিক সেন্টার | |
০৫ | লালন শাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার | পেয়ারা তলা |
০৬ | মাইক্রো ল্যাব সেন্টার | |
০৭ | আদ-দ্বীন হাসপাতাল | ছয় রাস্তার মোড় |
০৮ | একতা ডায়াগনস্টিক সেন্টার | ছাদ্দাম বাজার |
০৯ | দার-উস্ শেফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স | |
১০ | চৌধুরী নুরুন্নাহার জেনারেল হাসপাতাল | ফুলতলা |
১১ | উপমা ডায়াগনস্টিক সেন্টার | |
১২ | মুজিবুর রহমান ডায়াবেটিস হাসপাতাল | হাসপাতাল মোড় |
১৩ | এশিয়া ডায়াগনস্টিক সেন্টার | |
১৪ | মুক্তি ডায়াগনস্টিক সেন্টার | |
১৫ | বাহার ডায়াগনস্টিক সেন্টার | |
১৬ | আমিন স্পেশালাইজড হাসপাতাল | |
১৭ | ড. মান্নান হার্ট এন্ড জেনারেল হাসপাতাল | থানা পাড়া |
অর্থনীতি
দর্শনীয় স্থান
নং | নাম |
---|---|
০১ | লালন মাজার |
০২ | মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা |
০৩ | কুষ্টিয়া পৌর ভবন |
০৪ | হরিপুর সেতু |
০৫ | জগতি রেলওয়ে স্টেশন |
০৬ | কুষ্টিয়া চিনি কল লিমিটেড |
০৭ | গোপীনাথ জিউর মন্দির |
০৮ | মিল পাড়া |
০৯ | কুষ্টিয়া পৌর জাদুঘর |
পার্ক ও রিসোর্ট
নং | নাম | অবস্থান |
---|---|---|
০১ | কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্ক | ঈদগাহ পাড়া |
০২ | কুষ্টিয়া ডিসি পার্ক | ছাদ্দাম বাজার |
০৩ | রেনউইক পার্ক এন্ড রিসোর্ট | থানা পাড়া |
০৪ | জেলা পরিষদ রবীন্দ্র-লালন উদ্যান | |
০৫ | জিয়া শিশু পার্ক | হাসপাতাল রোড |
গ্যালারি
-
চৌড়হাস মোড়ে অবস্থিত মুক্তি মৈত্রী স্মৃতিসৌধ
-
কুষ্টিয়া মেডিকেল কলেজের বহির্বিভাগ ভবন
-
সেলিমা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (নির্মাণাধীন)
-
বিআরবি ক্যাবল টাওয়ার (নির্মাণাধীন)
-
১৯৯৯ সালে নির্মিত কুষ্টিয়ার সর্বপ্রথম সুউচ্চ ভবন। এটি খুলনা বিভাগের সর্বপ্রথম আধুনিক শপিং মল
-
কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটক
-
কুষ্টিয়া পৌর ভবনের সামনর দিক
-
মোহিনী মোহন চক্রবর্তীর বাড়ি
-
জগতি রেলওয়ে স্টেশন (মার্চ ২০২৪)
-
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
-
চৌড়হাস মোড়
-
কুষ্টিয়া ও পুরাতন কুষ্টিয়ার (হরিপুর সেতু) সংযোগ সেতু
-
কুষ্টিয়া শহরে দুর্গাপূজার প্রতিমা
-
শহরের একাংশ
-
কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনার
গ্রন্থপঞ্জি
- মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২৩)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। আইএসবিএন 978-984-8950-41-8।
- ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ৭/৩খ. সাহিত্যিক মীর মশাররফ হোসেন সড়ক, কুষ্টিয়া ৭০০০: কন্ঠধ্বনি প্রকাশনী। আইএসবিএন 978-984-94435-0-6।
- আনোয়ার আলী (মার্চ ২০১৯)। কুষ্টিয়া পৌরসভা কার্যালয়-এ লিখিত। মিলন সরকার; মোঃ মনিরুল ইসলাম, সম্পাদকগণ। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ [SARDHOSHATOBARSHO SMARAKGRANTHO 1869-2019] (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। আইএসবিএন 978-984-34608-1-3। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-৩১।
তথ্যসূত্র
- ↑ ক খ "বাংলাদেশ জিও কোড কুষ্টিয়া জেলা" (পিডিএফ)। বাংলাদেশ জিও কোড। পৃষ্ঠা ৭৪/৯৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৩: Urban Area Rport, 2011। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "কুষ্টিয়া পৌরসভার প্রেক্ষাপট"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-কুষ্টিয়া জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১।
- ↑ Kushtia, কুষ্টিয়ার বার্তা ::। "জমি পেলেই কুষ্টিয়াসহ চার জেলার মধ্যেই বিমানবন্দর নির্মাণ করা হবে"। Kushtiar Barta। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১।
- ↑ "২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া"। hospital.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।
- ↑ ক খ "কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হালচাল"। বাংলা নিউজ ২৪। ২০২০-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।