শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, কুষ্টিয়া

হিন্দু মন্দির, কুষ্টিয়া, বাংলাদেশ

শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির বা রথখোলা মন্দির কুষ্টিয়া জেলার রথখোলার একটি প্রাচীন হিন্দু মন্দির । এটি ১৯০০ সালে নলডাঙার রাজা প্রমথ ভূষন দেব রায় এই মন্দিরে প্রথমবারের মত দুর্গোৎসবের আয়োজন হয়।[১]

শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাকুষ্টিয়া জেলা
উৎসবসমূহদুর্গাপূজারথযাত্রা
অবস্থান
অবস্থান১৪৭ এন এস রোড কুষ্টিয়া ৭০০০
দেশবাংলাদেশ
শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, কুষ্টিয়া বাংলাদেশ-এ অবস্থিত
শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, কুষ্টিয়া
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক২৩°৫৪′২১″ উত্তর ৮৯°০৮′০৯″ পূর্ব / ২৩.৯০৫৮০৪° উত্তর ৮৯.১৩৫৮০৫° পূর্ব / 23.905804; 89.135805
স্থাপত্য
প্রতিষ্ঠাতামহারাজা প্রমথ ভূষণ দেব রায়
প্রতিষ্ঠার তারিখ১৯০০ ইং

ইতিহাস সম্পাদনা

১৯০০ সালে যশোর জেলার নলডাঙ্গার মহারাজা প্রমথ ভূষণ দেবরায় কর্তৃক দানকৃত জমির উপর স্থানীয় ব্যবসায়ীদের চাঁদার টাকায় এ মন্দিরটি নির্মাণ করা হয়। ১৯০৫ সালে মহারাজা প্রমথ ভূষণ দেব তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে বর্তমান রথখোলা গোপীনাথ জিওর মন্দির ও রথের মেলা প্রচলন করেন। ১৯১৩ সালে মাখন রায় নামক একজন ধনী ব্যবসায়ী অপূর্ব কারুকার্য খচিত বিরাট আকৃতির একটি পিতলের রথ নির্মাণ করে দেন।[২]

পূজা পার্বণ সম্পাদনা

এই মন্দিরের দুর্গপূজারথযাত্রা বেশ জনপ্রিয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. টেলিভিশন, Ekushey TV | একুশে। "১২০ বছরে পা রাখছে গোপীনাথ জিউর মন্দির"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০ 
  2. "কুষ্টিয়া জেলা"www.kushtia.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Pratidin, Bangladesh (২০২০-১০-২৫)। "ঐতিহ্যবাহী গোপীনাথ জিউর মন্দিরে দুর্গা পূজা"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০