কুষ্টিয়া সদর উপজেলা

কুষ্টিয়া জেলার একটি উপজেলা

কুষ্টিয়া সদর উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।

কুষ্টিয়া সদর
উপজেলা
কুষ্টিয়া পৌরসভা
কুষ্টিয়া পৌরসভা
মানচিত্রে কুষ্টিয়া সদর উপজেলা
মানচিত্রে কুষ্টিয়া সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪৬″ উত্তর ৮৯°৭′৪৩″ পূর্ব / ২৩.৮৯৬১১° উত্তর ৮৯.১২৮৬১° পূর্ব / 23.89611; 89.12861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
সংসদীয় আসন৭৭ কুষ্টিয়া-৩
সরকার
 • সংসদ সদস্যমাহবুবুল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৩১৬.২৬ বর্গকিমি (১২২.১১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট৫,০২,২৫৫
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৫০ ৭৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

কুষ্টিয়া সদর উপজেলার আয়তন ৩১৬.২৬ বর্গ কিলোমিটার। ২৩°৪২´ থেকে ২৩°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫৫´ থেকে ৮৯°০৪´ পূর্ব দ্রাঘিমাংশে এ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলাঈশ্বরদী উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাহরিণাকুণ্ডু উপজেলা, পূর্বে কালীগঙ্গা নদীকুমারখালী উপজেলা, পশ্চিমে মিরপুর উপজেলাচুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা অবস্থিত।

পটভূমি

সম্পাদনা
 
চৌড়হাস মোড়ে এন৭০৪

কুষ্টিয়া সদর উপজেলা কুষ্টিয়া জেলার কেন্দ্র বিন্দুতে অবস্থিত। সৈয়দ মর্তুজা আলীর মতে কোষ্টা (পাট) থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে। ১৯৪৮ সাল পর্যন্ত বর্তমান কুষ্টিয়া জেলার নাম নদীয়া ছিল। প্রশাসনিক অসুবিধার জন্য তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ও ইতিহাসবিদ সৈয়দ মর্তুজা আলী জেলা সদরের নামানুসারে বর্তমান কুষ্টিয়া জেলার নাম প্রচলন করেন। স্থায়ীভাবে লোক মুখে কুষ্টিয়াকে কুষ্টে বলে। ৬টি উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া জেলার সদর উপজেলাকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার অতীত, বর্তমান, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, রাজনীতি, শিল্প বাণিজ্যসহ সকল কর্মকান্ড পরিচালিত হয়ে আসছ[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলার মোট জনসংখ্যা ৫,০২,২৫৫ জন। এর মধ্যে পুরুষ ২,৫৪,৪৯৯ এবং মহিলা ২,৪৮,৭৫৬ জন। মোট পরিবার ১,২০,০৮৭টি।[]

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

কুষ্টিয়া সদর উপজেলায় ২টি থানা, ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

পৌরসভা

সম্পাদনা
  • কুষ্টিয়া পৌরসভা -
    • আয়তন ৪২.৭৯ বর্গ কি.মি.
    • জনসংখ্যা ৪১৮,৩১২ (বাংলাদেশের ১৩তম বড় শহর)।
    • ওয়ার্ড সংখ্যা ২১ টি।

থানা সমূহ

সম্পাদনা
নং নাম
০১ কুষ্টিয়া সদর থানা
০২ ইসলামী বিশ্ববিদ্যালয় থানা

ইউনিয়ন সমূহ

সম্পাদনা
নং নাম
০১ হাটশ হরিপুর ইউনিয়ন
০২ বটতৈল ইউনিয়ন
০৩ আলামপুর ইউনিয়ন
০৪ জিয়ারখি ইউনিয়ন
০৫ আইলচারা ইউনিয়ন
০৬ পাটিকাবাড়ী ইউনিয়ন
০৭ ঝাউদিয়া ইউনিয়ন
০৮ উজানগ্রাম ইউনিয়ন
০৯ আব্দালপুর ইউনিয়ন
১০ হরিনারায়ণপুর ইউনিয়ন
১১ মনোহরদিয়া ইউনিয়ন
১২ গোস্বামীদূর্গাপুর ইউনিয়ন
১৩ কমলাপুর ইউনিয়ন
১৪ কাঞ্চনপুর ইউনিয়ন

স্বাস্থ্য বিষয়ক তথ্য

সম্পাদনা
  • সরকারি হাসপাতালের সংখ্যা ২টি
 
কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ
  • বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ৩৭টি
  • ইপিআই সেন্টারের সংখ্যা ৪৩টি
  • ডায়াগনষ্টিক সেন্টারের সংখ্যা ৪১টি
  • পৌরসভা পরিচালিত হাসপাতালের সংখ্যা ১টি
  • পৌরসভা পরিচালিত ক্লিনিকের সংখ্যা ২টি
  • পাবলিক টয়লেটের সংখ্যা ৫টি

শিক্ষা

সম্পাদনা

কুষ্টিয়া সদর উপজেলায় ২টি বিশ্ববিদ্যালয়, ২টি মেডিকেল কলেজ, ৮টি সরকারি কলেজ, ৩০টি বেসরকারি কলেজ, ৩টি সরকারি উচ্চ বিদ্যালয়, ১৭৩টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, ৩৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩৩০টি সরকারি ও ২৭৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯টি কিন্ডারগার্টেন, ৩৭টি মাদ্রাসা, ১টি আইন কলেজ, ১টি প্রতিবন্ধী বিদ্যালয় ও ২টি পিটিআই রয়েছে।

বিশ্ববিদ্যালয়

সম্পাদনা
 
ইসলামী বিশ্ববিদ্যালয়

মেডিকেল কলেজ

সম্পাদনা
 
কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমিক ভবন
  • সেলিমা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
 
নির্মাণাধীন সেলিমা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
 
কুষ্টিয়া সরকারি কলেজ
 
বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ

প্রশিক্ষণ ইনস্টিটিউট

সম্পাদনা
  • কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুষ্টিয়া
  • কুষ্টিয়া পি টি আই

মাধ্যমিক বিদ্যালয়

সম্পাদনা
 
কুষ্টিয়া জিলা স্কুল

অর্থনীতি

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

কুষ্টিয়া সদর উপজেলায় ১টি বাস টার্মিনাল ও ৩ টি রেলওয়ে স্টেশন বিদ্যমান।

  • কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুষ্টিয়া সর
 
কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
 
কুষ্টিয়া কোর্ট স্টেশন
 
জগতি রেলওয়ে স্টেশন

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • টেগর লজ
  • শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু
  • চাপাইগাছি বিল, নাজিরপুর।
  • ঝাউদিয়া শাহী মসজিদ
  • পদ্মা গড়াই মোহনা- মধুমতি (গড়াই) নদীর উৎপত্তি স্থল
  • মোহিনী মিল
  • রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোং
  • গড়াই বাঁধ
  • পৌরসভা ভবন
  • কালেক্টরেট ভবন
  • নফর শাহের দরগাহ
  • কুষ্টিয়া সুগার মিল
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • বি,আর,বি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ
  • একদিল শাহের মাজার, পুরাতন কুষ্টিয়া
  • কবি আজিজুর রহমান এর বসতভিটা, হাটশ হরিপুর
  • কুষ্টিয়া ডিসি কোর্ট পার্ক
  • রোজ ভেলি পার্ক,বাইপাস রোড
  • কুষ্টিয়া মহাশ্মশান মন্দির
  • গোপীনাথজিওর মন্দির

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জুন ২০১৪)। "এক নজরে কুষ্টিয়া সদর"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। ১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫ 
  2. "কুষ্টিয়া সদর উপজেলার পটভূমি - কুষ্টিয়া সদর উপজেলা"www.kushtiasadar.kushtia.gov.bd। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা