কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়া জেলার হাসপাতাল

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি সরকারি হাসপাতাল। হাসপাতালটি কুষ্টিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে কোর্টপাড়ায় অবস্থিত। স্থানীয় ভাবে হাসপাতালটি সদর হাসপাতাল নামে পরিচিত।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল
কুষ্টিয়া সদর হাসপাতাল
১ নং গেট
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থানকোর্টপাড়া, কুষ্টিয়া,  বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫৪′০৪″ উত্তর ৮৯°০৭′২৬″ পূর্ব / ২৩.৯০১২১৪৮° উত্তর ৮৯.১২৩৯২১১° পূর্ব / 23.9012148; 89.1239211
সংস্থা
ধরনসরকারি
অধিভুক্ত বিশ্ববিদ্যালয়কুষ্টিয়া মেডিকেল কলেজ
পরিষেবা
শয্যা২৫০
ইতিহাস
নির্মাণ শুরু১৯৬২; ৬২ বছর আগে (1962)
চালু১৯৬৩; ৬১ বছর আগে (1963)
সংযোগ
ওয়েবসাইটhospital.kushtia.gov.bd

ইতিহাস সম্পাদনা

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ১৯৬২ সালে স্থাপিত হয়। ১৯৬৩ সালে ১০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। ২০০০ সালে হাসপাতালটি ১৫০ শয্যায় উন্নীত হয়, সর্বশেষ ২০০৭ সাল থেকে বর্তমানে হাসপাতালের শয্যা ২৫০টি।[১][২]

কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস সম্পাদনা

কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণাধীন থাকায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের কয়েকটি বিভাগের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবহার করা হতো। এর সময়কাল ২০১৩-বর্তমান।[২] ২০২৪ সালের মার্চ মাসে অস্থায়ী ক্যাম্পাসগুলো মূল ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

বেড সংক্রান্ত তথ্যাবলী সম্পাদনা

ধরন শয্যা সংখ্যা[৩]
সাধারন শয্যা ২০০
পরিশোধিত শয্যা ৩৪
সাধারন কেবিন ১২
  • ০১টি মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত
তাপানুকুল কেবিন ০৪
মোট শয্যা সংখ্যা ২৫০

বিভাগ সম্পাদনা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ০৩টি বিভাগে রোগীদের সেবা প্রদান করা হয়।[৩]

  1. জরুরীবিভাগ
  2. বর্হিঃবিভাগ
  3. আন্তঃবিভাগে

জরুরীবিভাগ সম্পাদনা

সময়সূচী: জরুরীবিভাগ সার্বক্ষনিক খোলা থাকে।[৩]

  • অবজারভেশন রুম
  • মিনি অপারেশন রুম

বর্হিঃবিভাগ সম্পাদনা

সময়সূচী: প্রতি কর্মদিবসে সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে।[৩]

  • বহিঃবিভাগ সেবা
    • প্যাথলজী
    • এক্স-রে, আল্ট্রাসনো ও ই.সি.জি (২৪ ঘন্টা খোলা থাকে) সেবা
    • ব্লাড ব্যাংক সুবিধ। (২৪ ঘন্টা)
    • মেডিসিন, সার্জারী, নাক-কান-গলা, প্রসূতি সেবা, কার্ডিও, হাড় জোড়া, হাড় ভাংগা, ডায়রিয়া রোগীর সেবা।
    • দন্ত সেবা
    • ফিজিওথেরাপী সেবা
    • চক্ষু সেবা
    • ই.পি.আই; যক্ষা ও ডটস কর্ণার সেবা
    • ব্রেস্ট ফিডিং কর্ণার সেবা
    • ও.আর.টি (ORT) কর্ণার সেবা
    • আই.এম.সি (IMCI) আই কর্ণার বা শিশুদের সেবা প্রসূতি বা
    • গর্ভবতী মায়েদের সেবা
    • ভায়া বা জরায়ুর মূখ পরীক্ষা সেবা ও স্তন ক্যান্সার সনাক্ত করণ

আন্তঃবিভাগ সম্পাদনা

সময়সূচী: আন্তঃবিভাগে সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।[৩]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া"hospital.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩ 
  2. "কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হালচাল"বাংলা নিউজ ২৪। ২০২০-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩ 
  3. "কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অভ্যন্তরীণ সেবা সমূহ" (পিডিএফ)hospital.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা