নকশীকাঁথা কমিউটার
বাংলাদেশের রেলওয়ে পরিসেবা
(নকশীকাঁথা এক্সপ্রেস থেকে পুনর্নির্দেশিত)
নকশীকাঁথা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-২৫/২৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি মেইল ট্রেন।[১] ট্রেনটি খুলনা থেকে ঢাকা যেতে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলাকে সংযুক্ত করেছে।
নকশীকাঁথা কমিউটার | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
প্রথম পরিষেবা | ১৫ জুন ১৯৯৫ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | খুলনা রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ১১ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ২৫/২৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
রেক ভাগকরণ | মহানন্দা এক্সপ্রেস |
যাত্রাপথ
সম্পাদনানকশীকাঁথা এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ও (ঢাকা-খুলনা) রেলপথে পদ্মা সেতু দিয়ে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
সম্পাদনানকশীকাঁথা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো:
- কমলাপুর রেলওয়ে স্টেশন
- গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন
- নিমতলা রেলওয়ে স্টেশন
- শ্রীনগর রেলওয়ে স্টেশন
- মাওয়া রেলওয়ে স্টেশন
- পদ্মা রেলওয়ে স্টেশন
- শিবচর রেলওয়ে স্টেশন
- ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন
- ভাঙ্গা রেলওয়ে স্টেশন
- পুখুরিয়া রেলওয়ে স্টেশন
- তালমা রেলওয়ে স্টেশন
- বাখুন্ডা রেলওয়ে স্টেশন
- ফরিদপুর রেলওয়ে স্টেশন
- আমিরাবাদ রেলওয়ে স্টেশন
- খানখানাপুর রেলওয়ে স্টেশন
- পাচুরিয়া জংশন রেলওয়ে স্টেশন
- রাজবাড়ী রেলওয়ে স্টেশন
- বেলগাছি রেলওয়ে স্টেশন
- কালুখালী রেলওয়ে স্টেশন
- পাংশা রেলওয়ে স্টেশন
- মাছপাড়া রেলওয়ে স্টেশন
- খোকসা রেলওয়ে স্টেশন
- কুমারখালী রেলওয়ে স্টেশন
- কুষ্টিয়া রেলওয়ে স্টেশন
- কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
- পোড়াদহ রেলওয়ে স্টেশন
- হালশা রেলওয়ে স্টেশন
- আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
- মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন
- চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
- দর্শনা জংশন রেলওয়ে স্টেশন
- দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন
- উথলী রেলওয়ে স্টেশন
- আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশন
- সাফদারপুর রেলওয়ে স্টেশন
- কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন
- মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
- বারোবাজার রেলওয়ে স্টেশন
- যশোর জংশন রেলওয়ে স্টেশন
- রূপদিয়া রেলওয়ে স্টেশন
- সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন
- নওয়াপাড়া রেলওয়ে স্টেশন
- দৌলতপুর রেলওয়ে স্টেশন
- খুলনা রেলওয়ে স্টেশন
সময়সূচী
সম্পাদনা- নকশীকাঁথা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা (কমলাপুর) এর উদ্দেশ্যে ছাড়ে রাত ১১ টা ৩০ মিনিটে, ঢাকা (কমলাপুর) পৌঁছায় সকাল ১০ টা ১০ মিনিটে।
- ঢাকা (কমলাপুর) থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সকাল ১১ টা ৪০ মিনিটে, খুলনা পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে।
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ব্যুরো, যশোর। "খুলনাগামী নকশীকাঁথা ট্রেন লাইনচ্যুত"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৭।