টুঙ্গীপাড়া এক্সপ্রেস

রেলগাড়ি
(টুঙ্গিপাড়া এক্সপ্রেস থেকে পুনর্নির্দেশিত)

টুঙ্গীপাড়া এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৮৩/৭৮৪) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত গোবরা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। শোভন ও শোভন চেয়ারে ৬৪৮ জন যাত্রী, আটটি কোচ মোট ১৬টি বগি দিয়ে ট্রেনটি রাজশাহী-গোপালগঞ্জ-রাজশাহী রুটে নিয়মিত চলাচল করে।[]

টুঙ্গীপাড়া এক্সপ্রেস
২০১৯ সালে টুঙ্গীপাড়া এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১ নভেম্বর ২০১৮; ৫ বছর আগে (1 November 2018)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুগোবরা রেলওয়ে স্টেশন
বিরতি১৩টি স্টেশনে ও (২টি স্টেশন প্রস্তাবিত)
শেষরাজশাহী রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব২৫৬ কিলোমিটার (১৫৯ মাইল)
যাত্রার গড় সময়৬ ঘণ্টা ৪৫ মিনিট
রেল নং৭৮৩/৭৮৪
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজব্রডগেজ

ইতিহাস

সম্পাদনা

১লা নভেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দে সকাল ১০:৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও সম্মেলনের মাধ্যমে টুঙ্গীপাড়া এক্সপ্রেস উদ্বোধন করেন।[] ২রা নভেম্বর থেকে এর বাণিজ্যিক যাত্রা শুরু হয়।

সময়সূচী

সম্পাদনা

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৮৩ গোবরা ০৬:৩০ রাজশাহী ১৩:১০ মঙ্গলবার
৭৮৪ রাজশাহী ১৫:৩০ গোবরা ২২:২৫ সোমবার

যাত্রাবিরতি

সম্পাদনা

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চালু হতে যাচ্ছে গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল"banglanews24.com। ১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "যাত্রা শুরু করলো টুঙ্গীপাড়া এক্সপ্রেস"jagonews24.com। ২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯