পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন
পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি রেলওয়ে স্টেশন।
পোড়াদহ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | কুষ্টিয়া জেলা খুলনা বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ১৮৬২ |
অবস্থান | |
![]() |
ইতিহাসসম্পাদনা
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পোড়াদহ রেলওয়ে স্টেশন। বৃটিশ শাসনামলে ১৮৬২ সালের ১৫ নভেম্বর কলকাতা থেকে পোড়াদহ হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়।[১][২][৩] পরে ১৮৭৮ সালের মধ্যে পোড়াদহ থেকে ভেড়ামারা রেলপথ চালু[৪] হলে পোড়াদহ রেলওয়ে জংশনে পরিণত হয়।
পরিষেবাসম্পাদনা
পোড়াদহ রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:[৫]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি শতাব্দী প্রাচীন পোড়াদহ জংশন রেল স্টেশনে"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ২০২০-০২-২০।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২০।
- ↑ "বিভিন্ন সমস্যায় বন্ধ হয়ে গেছে চুয়াডাঙ্গার ৬ রেলস্টেশন"। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "মিরপুর উপজেলা"। mirpur.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২০।
- ↑ রিপোর্টার, স্টাফ (২০১৯-০৪-১৬)। "পোড়াদহ ট্রেনের নাম ও সময়সূচি"। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "১০ জানুয়ারি থেকে পোড়াদহে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২০।