খুলনা রেলওয়ে স্টেশন
খুলনা রেলওয়ে স্টেশন বা খুলনা স্টেশন হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থির খুলনা বিভাগের প্রধান শহর ও সদর দপ্তর এবং দেশের তৃতীয় বৃহত্তম মহানগর খুলনার প্রধান রেল স্টেশন। রেল স্টেশনটি যশোর শহরের সঙ্গে খুলনা-যশোর রেল লিংকের দ্বারা যুক্ত। খুলনা স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে। অতীতে খুলনা রেল স্টেশনের দ্বারা খুলনা শহর তৎকালিন বাংলার বৃহত্তম মহানগর কলকাতার সঙ্গে যুক্ত ছিল। এই স্টেশন থেকে কলকাতার সঙ্গে রেল পরিসেবা ১৯৫৬ সালে বন্ধ হয়ে যায়। স্টেশনটি খুলনা শহরের অন্তঃনগরী রেল পরিসেবা প্রদান করে। এই স্টেশনের ভবনটি বৃটিশদের আদলে তৈরি করা।
খুলনা রেল স্টেশন | |
---|---|
বাংলাদেশ রেলওয়ে স্টেশন | |
![]() খুলনা রেলওয়ে ভবন | |
অবস্থান | খুলনা, খুলনা জেলা, খুলনা বিভাগ![]() |
লাইন | দর্শনা-যশোর-খুলনা লাইন |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূমিস্থ স্টেশন) |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | 1882 |
পুনর্নির্মিত | 2018 |
আগের নাম | ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে |
অবস্থান | |
![]() |
ইতিহাসসম্পাদনা
খুলনা রেল স্টেশনটি ব্রিটিশ ভারতে নির্মিত হয়েছিল। স্টেশনটি শিয়ালদহ-যশোর-খুলনা রেল পথের প্রান্তীক স্টেশন ছিল। এই রেল পথে বরিশাল এক্সপ্রেস শিয়ালদহ থেকে খুলনা পর্যন্ত, ভায়া পেট্রাপোল-বেনাপোল।[১][২] হয়ে চলাচল করতো। ১৯৫৬ সালে ভারত-পাকিস্থানের যুদ্ধের জন্য রেল চলাচল বন্ধ হয় খুলনা থেকে কলকাতা পর্যন্ত।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Sangeeta Thapliyal। "India-Bangladesh Transportation Links: A Move for Closer Cooperation"। সংগ্রহের তারিখ ২০১১-১২-১০।
- ↑ "Geography - International"। IRFCA। সংগ্রহের তারিখ ২০১১-১২-১০।