সীমান্ত এক্সপ্রেস

বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেন।

সীমান্ত এক্সপ্রেস (ট্রেন নং ৭৪৭/৭৪৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেন। ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি এর মাঝে যাতায়ত করে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মধ্যে আসন সংখ্যা ৮৬৫টি (রাত্রিকালীন), এ ছাড়াও ২৩টি শোওয়ার আসন (বার্থ) ও ৮০টি চেয়ার রয়েছে। রাত্রীকালীন হ‌ওয়ায় ট্রেনটি নাইট কিং নামে পরিচিত।

সীমান্ত এক্সপ্রেস (খুলনা⇌চিলাহাটি)
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১৪ এপ্রিল ১৯৮৮; ৩৬ বছর আগে (14 April 1988)
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুখুলনা রেলওয়ে স্টেশন
শেষচিলাহাটি রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৪৪৬ কিলোমিটার (২৭৭ মাইল)
যাত্রার গড় সময়সাড়ে ৯ ঘন্টা
রেল নং৭৪৭/৭৪৮
ব্যবহৃত লাইনচিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইনদর্শনা-যশোর-খুলনা লাইন
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন চেয়ার, স্নিগ্ধা, কেবিন বার্থ ইত্যাদি
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারলাল-সবুজ পিটি ইনকা কোচ
ট্র্যাক গেজব্রডগেজ
রক্ষণাবেক্ষণখুলনা/চিলাহাটি বেইজ
রেক ভাগকরণরূপসা এক্সপ্রেস
পথের মানচিত্র
খুলনা ⇌ দর্শনা ⇌ পোড়াদহ ⇌ ঈশ্বরদী ⇌ সান্তাহার ⇌ পার্বতীপুর ⇌ চিলাহাটি

বহিঃসংযোগ

সম্পাদনা

সময়সূচী

সম্পাদনা

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৪৭ খুলনা ২১:১৫ চিলাহাটি ০৬:২০ সোমবার
৭৪৮ চিলাহাটি ২০:৪৫ খুলনা ০৪:১০

যাত্রাবিরতি

সম্পাদনা

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)

রোলিং স্টক

সম্পাদনা

সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়ার তৈরি পুরাতন সাদা ইনকা কোচ নিয়ে চলাচল করত ।

কিন্তু বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আনা ২০১৬ সালের লাল-সবুজ পিটি ইনকা কোচ নিয়ে চলাচল করছে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি রূপসা এক্সপ্রেস এর রেক নিয়ে রাতে চলাচল করে । তাই ট্রেনটিকে নাইট কিং বলা হয়ে থাকে ।

তথ্যসূত্র

সম্পাদনা