সীমান্ত এক্সপ্রেস

সীমান্ত এক্সপ্রেস (ট্রেন নং ৭৪৭/৭৪৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেন। ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি এর মাঝে যাতায়ত করে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মধ্যে আসন সংখ্যা ৮৬৫টি (রাত্রিকালীন), এ ছাড়াও ২৩টি শোওয়ার আসন (বার্থ) ও ৮০টি চেয়ার রয়েছে।

সীমান্ত এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুখুলনা রেলওয়ে স্টেশন
শেষচিলাহাটি রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৪৪৬ কিলোমিটার (২৭৭ মাইল)
রেল নং৭৪৭/৭৪৮
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজব্রডগেজ

সময়সূচীসম্পাদনা

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৪৭ খুলনা ২১:১৫ চিলাহাটি ০৬:২০ সোমবার
৭৪৮ চিলাহাটি ২০:৪৫ খুলনা ০৪:১০

যাত্রাবিরতিসম্পাদনা

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)

তথ্যসূত্রসম্পাদনা