সাগরদাঁড়ি এক্সপ্রেস

সাগরদাঁড়ি এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৬১/৭৬২) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর এবং দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী খুলনা থেকে বাংলাদেশের অন্যতম সুন্দর ও শিক্ষানগরী রাজশাহী পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন।পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ দুই শহরের মধ্যে যোগাযোগ স্থাপনকারী এ ট্রেনটির গুরুত্ব অপরিসীম অত্র এলাকায়।

সাগরদাঁড়ি এক্সপ্রেস (খুলনা⇌রাজশাহী)
৬৪০৪ লোকো নিয়ে সাগরদাঁড়ি এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১ জুন ২০০৭; ১৭ বছর আগে (1 June 2007)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুরাজশাহী রেলওয়ে স্টেশন
বিরতি১৬টি স্টেশনে
শেষখুলনা রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব২৬৩ কিলোমিটার (১৬৩ মাইল)
যাত্রার গড় সময়৬ ঘণ্টা ৪০ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন ( সোমবার বন্ধ)
রেল নং৭৬১/৭৬২
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজব্রডগেজ

ইতিহাস

সম্পাদনা

খুলনা থেকে রাজশাহী ব্রডগেজ রেললাইনে সাগরদাঁড়ি এক্সপ্রেস চলাচল করে। এটি উদ্বোধন হয় ১ই জুন ২০০৭ খ্রিষ্টাব্দে। এছাড়াও এ রুটে কপোতাক্ষ এক্সপ্রেস চলাচল করে।

বিরতিস্থান

সম্পাদনা

সাগরদাঁড়ি এক্সপ্রেস নিম্নলিখিত স্থানে যাত্রাবিরতি দেয়:

সময়সূচী

সম্পাদনা

এটি খুলনা থেকে ছাড়ে বিকাল ৩ টায়, রাজশাহী পৌছায় রাত ৯ টা ৪০ মিনিটে। রাজশাহী থেকে ছাড়ে সকাল ৬ টা ৪০ মিনিটে, খুলনা পৌছায় দুপুর ১২ টা ৪৫ মিনিটে।

তথ্যসূত্র

সম্পাদনা