মহানন্দা এক্সপ্রেস

মহানন্দা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-১৫/১৬) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি ব্রডগেজে চলাচলকারী মেইল ট্রেন। মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাত্রাপথে যশোর জেলা, ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলা, পাবনা জেলা, নাটোর জেলারাজশাহী জেলাকে সংযুক্ত করেছে।[১]

মহানন্দা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরু
শেষচাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়১০ ঘন্টা ১২ মিনিট
রেল নং১৫/১৬
যাত্রাপথের সেবা
শ্রেণীশুভন
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধানাই
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারআছে
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)

যাত্রাপথ সম্পাদনা

মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর থেকে খুলনা রেলপথে চলাচল করে[২] এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়। মহানন্দা এক্সপ্রেসে  কম্পার্টমেন্ট আছে মোট ৬টি যার মাঝে সবগুলি কম্পার্টমেন্টই নরমাল এবং আসনের ধরন হচ্ছে শুভন । এবং কোনো আসন নম্বর নাই।

স্টেশন তালিকা সম্পাদনা

মহানন্দা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো

সময়সূচি সম্পাদনা

  • মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে সকাল ১১ টায়, চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় রাত ৯:৪০ মিনিটে। মহানন্দা এক্সপ্রেস ট্রেনের কোনো বন্ধের দিন নাই। (চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি লোকাল ট্রেন হয়ে রহনপুর পৌঁছায়)
  • মহানন্দা এক্সপ্রেস রহনপুর থেকে ছাড়ে ভোর ৬.২০ মিনিটে, খুলনা পৌছায় বিকাল ৪:৪০ মিনিটে।

দুর্ঘটনা সম্পাদনা

  • ১৬ই অক্টোবর, ২০২০: যশোরের নয়াপাড়ায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং-এ লোকোমোটিভ ৬১১৭ যুক্ত মহানন্দা এক্সপ্রেসের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে আনুমানিক ৪ জন নিহত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত : ট্রেন চলাচল বন্ধ"www.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৯ 
  2. "অবশেষে মহানন্দা এক্সপ্রেস ট্রেন চালু"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৯