বেনাপোল রেলওয়ে স্টেশন
যশোরের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী স্টেশন
বেনাপোল রেলস্টেশন হলো বাংলাদেশ - ভারত সীমান্তে অবস্থিত একটি রেলস্টেশন।
বেনাপোল রেলওয়ে স্টেশন | |
---|---|
অবস্থান | বেনাপোল, যশোর জেলা, খুলনা বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
অন্য তথ্য | |
স্টেশন কোড | BEN |
অবস্থান | |
![]() |
অবস্থানসম্পাদনা
বেনাপোল স্থলবন্দর এর কাছে অবস্থিত এটি। এটি পুরাতন দমদম-খুলনা-ঢাকা এবং সমগ্র বাংলাদেশের লাইনের সাথে যুক্ত একটি স্টেশন। স্টেশনটি বেনাপোল শহর ও ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
সেবাসম্পাদনা
বর্তমানে স্টেশনটির মাধ্যমে ভারত ও বাংলাদেশ-এর মাঝে বন্ধন নামের একটি আধুনিক ট্রেন চালু রয়েছে, যেটি খুলনা ও কোলকাতার পথে যাতায়ত করছে। আর পন্য পরিবহন এর ক্ষেত্রে স্টেশনটি গুরুত্বপূর্ণ।
ট্রেনের নং | ট্রেনের নাম | রূট |
---|---|---|
৫৩ | বেতনা এক্সপ্রেস-১ | খুলনা-বেনাপোল |
৫৪ | বেতনা এক্সপ্রেস-৪ | বেনাপোল-খুলনা |
৯৫ | বেতনা এক্সপ্রেস-৩ | খুলনা-বেনাপোল |
৯৬ | বেতনা এক্সপ্রেস-২ | বেনাপোল-খুলনা |
৭৯৫ | বেনাপোল এক্সপ্রেস | বেনাপোল- ঢাকা |
৭৯৬ | ঢাকা-বেনাপোল | |
বন্ধন এক্সপ্রেস | কলকাতা-যশোর- খুলনা |