রকেট এক্সপ্রেস

বাংলাদেশের রেল পরিসেবা

রকেট মেইল[] (ট্রেন নাম্বার-২৩/২৪) বাংলাদেশ রেলওয়ের একটি মেইল ট্রেন পরিষেবা। ট্রেনটি পার্বতীপুর থেকে খুলনা যাওয়ার পথে জয়পুরহাট জেলা, বগুড়া জেলা, নওগাঁ জেলা, নাটোর জেলা, পাবনা জেলা, কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা, ও যশোর জেলাকে স্পর্শ করে যায়।

রকেট মেইল
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুপার্বতীপুর রেলওয়ে স্টেশন
শেষখুলনা রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব?
যাত্রার গড় সময়১৩ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং২৩/২৪
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারব্রডগেজ মেইল কোচ
ট্র্যাক গেজব্রডগেজ
রেক ভাগকরণঘাঘট মেইল

যাত্রাপথ

সম্পাদনা

রকেট এক্সপ্রেস পার্বতীপুর থেকে খুলনা রেলপথে চলাচল করে[] এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

সম্পাদনা

রকেট এক্সপ্রেস যেসকল স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো:

যাত্রী

সম্পাদনা

রকেট এক্সপ্রেস বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ ও এ অঞ্চলের মানুষের জনপ্রিয় ট্রেন। রকেট এক্সপ্রেসে সবসময় যাত্রীচাপ থাকে।

সময়সূচি

সম্পাদনা

রকেট এক্সপ্রেস পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সকাল ৯ টা ১০ মিনিটে, খুলনা পৌঁছায় রাত ১১ টা ৪৫ মিনিটে। খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে সকাল ৯ টা ৩০ মিনিটে, পার্বতীপুর পৌঁছায় রাত ১০ টায়।[]

সম্পর্কিত নিবন্ধ

সম্পাদনা

খুলনা-মোংলা বন্দর রেলপথ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. jugantor.com। "কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে রকেট ট্রেন লাইনচ্যুত | বাংলার মুখ | Jugantor"দৈনিক যুগান্তর। ২০২০-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  2. BangladeshTimes। "খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি"https://bangladeshtimes.com/। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)